ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭টি কলেজ যথাক্রমে (১) ঢাকা কলেজ (2) কবি নজরুল সরকারি কলেজ (৩) ইডেন মহিলা কলেজ (৪) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (৫) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (৬) সরকারি বাঙলা কলেজ এবং (৭) সরকারি তিতুমীর কলেজ-এর কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিভাগসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ের মানবিক শাখা ব্যতীত অন্য যে-কোনো শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি প্রক্রিয়ায় অংশ নিলে তার আবেদনকৃত অন্যান্য ইউনিটের (যদি থাকে) প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটভুক্ত বিষয়সমূহ অধ্যয়নে আগ্রহী অন্যান্য ইউনিটের প্রার্থীগণ নিজ নিজ ইউনিটের নির্দেশাবলি অনুসরণ করবে।
আরও পড়ুনঃ
৭ কলেজে ভর্তির যোগ্যতা ২০২৩ | সাত কলেজের ভর্তি ওয়েবসাইট
৭ কলেজে ভর্তির যোগ্যতা ২০২৩
১. উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা/এ’ লেভেল/ বিজনেস ম্যানেজমেন্ট-এ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
২. ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমতুল্য এবং ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে,
শুধু তারাই আবেদন করতে পারবে।
৩. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক এবং বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক
ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যাদের প্রাপ্ত জিপিএ-এর যোগফল অন্তত ৬.৫০ আছে কেবল তারা ভর্তির জন্য আবেদন
করতে পারবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত প্রার্থীদের একাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং
উক্ত বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।
8. IGCSE / O Level-এ অন্তত ৫টি বিষয়ে এবং IAL / GCE A Level-এ অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। যাদের A Level-4 Business Studies / Accounting/ Economics / Mathematics-এর মধ্যে যে কোনো একটি বিষয় ছিল, কেবল তারাই আবেদন করতে পারবে।
৫। সমতা নিরূপণ:
O Level / A Level/ সমমান বিদেশি পাঠ্যক্রমে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য
- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে
- ‘সমমান আবেদন’ বা ‘Equivalence Application’ মেনুতে আবেদন করে তাৎক্ষণিকভাবে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে। সমতা নিরূপণের পর প্রাপ্ত ‘Equivalence ID ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের মতো তারাও একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের পয়েন্ট হবে নিম্নরূপ: A = 5.0, B= 4.0, C=3.50, D=3.
৬। আবেদন ফি পরিশোধ করার পদ্ধতি: ০২/০৪/২০২৩ তারিখ হতে ৩০/০৪/২০২৩ তারিখ রাত ১১:৫৯-এর মধ্যে ওয়েবসাইট
https://collegeadmission.eis.du.ac.bd-এ অনলাইনে আবেদন করতে হবে। ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর ও কোটা সংক্রান্ত তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ওয়েবসাইটে উল্লিখিত সাইজের একটি ছবি প্রয়োজন হবে। আবেদনকারীকে দেশের ৪টি রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) যে কোনো শাখায় নির্ধারিত সময়সীমার মধ্যে অথবা যে কোনো ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (যেমন: নগদ/বিকাশ/রকেট ইত্যাদি) মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি ৬০০.০০ (ছয়শত) টাকা জমা দিতে হবে। আবেদন ও ফি জমার বিষয়ে বিস্তারিত তথ্য https://collegeadmission.eis.du.ac.bd-এ ওয়েবসাইটে পাওয়া যাবে।
৭। প্রযোজ্য ক্ষেত্রে অধিভুক্ত ৭ (সাত) কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারীদের ওয়ার্ডকোটা ( কেবল ছেলে/ মেয়ে / স্বামী/ স্ত্রী), উপজাতি/ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক ও নিউরো- ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস) ও মুক্তিযোদ্ধা (সন্তান/নাতি/নাতনী) কোটার মধ্যে প্রার্থী যে কোটায় ভর্তি হতে ইচ্ছুক অনলাইনে ভর্তি
ফরম পূরণের সময়ে সেই কোটায় অবশ্যই টিক চিহ্ন দিতে হবে।