জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম। জাঃবিশ্বঃ জিপিএ/সিজিপিএ/বিভাগ নির্ণয়। গ্রেডিং সিস্টেম।

80-100 → A+(Plus) → 4.00 →1st class
75-80 → A(Plain)→ 3.75 →1st class
70-75 → A-(Minus) →3.50 → 1st class
65-70 → B+(Plus) → 3.25 → 1st class
60-65 → B(Plain) → 3.00 → 1st class
55-60 → B-(Minus) → 2.75 → 2nd class
50-55 → C+(Plus) → 2.50 → 2nd class
45-50 → C(Plain) → 2.25 → 2nd class
40-45 → D(Plain) → 2.00 → 3rd class.
Less Than 40 → F(Fail) → 0.00 → error

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশ মার্ক

100 তে 40
80 তে 32
60 এ 24
40 এ 16
20 এ 8
15 তে 6
10 এ 4

জাতীয় বিশ্ববিদ্যালয়ের  GPA নির্ণয়

  • GPA = এক বছরে মোট অর্জিত পয়েন্ট ➗ এক বছরে মোট অর্জিত ক্রেডিট
  • এক বছরে মোট অর্জিত পয়েন্ট : কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।
  • এক বছরের মোট অর্জিত ক্রেডিট : পাশ কৃত সকল বিষয়ের ক্রেডিট যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত ক্রেডিট”

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম

 

23380191-340711876402556-8603183923903700748-n

 

  • Ex : B+ = 3.25*4 = 13 ; C = 2.25*4 = 9; B+ = 3.25*4 = 13; B = 3.00*4 = 12; B- = 2.75*4 = 11; A- = 3.3.50*4 = 14;
  • সুতরাং মোট অর্জিত পয়েন্টস : 13+9+12+13+12+11+14 = 72
  • এবং মোট অর্জিত ক্রেডিট : 4+4+4+4+4+4 = 24
  • মোট জিপিএ দাড়ায় : 72/24 = 3.00

জাতীয় বিশ্ববিদ্যালয়ের  CGPA নির্নয়

  • CGPA = চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) + অর্জিত গ্রেড পয়েন্টস ➗ পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা
  • চার বছরের মোট অর্জিত পয়েন্ট : জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করবেন তার সাথে
  • পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট : পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন ২০২২

অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২৪ – NU Honours 1st Year Routine 2024 pdf Download

২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে …