জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম। জাঃবিশ্বঃ জিপিএ/সিজিপিএ/বিভাগ নির্ণয়। গ্রেডিং সিস্টেম।
80-100 → A+(Plus) → 4.00 →1st class
75-80 → A(Plain)→ 3.75 →1st class
70-75 → A-(Minus) →3.50 → 1st class
65-70 → B+(Plus) → 3.25 → 1st class
60-65 → B(Plain) → 3.00 → 1st class
55-60 → B-(Minus) → 2.75 → 2nd class
50-55 → C+(Plus) → 2.50 → 2nd class
45-50 → C(Plain) → 2.25 → 2nd class
40-45 → D(Plain) → 2.00 → 3rd class.
Less Than 40 → F(Fail) → 0.00 → error
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশ মার্ক
100 তে 40
80 তে 32
60 এ 24
40 এ 16
20 এ 8
15 তে 6
10 এ 4
জাতীয় বিশ্ববিদ্যালয়ের GPA নির্ণয়
- GPA = এক বছরে মোট অর্জিত পয়েন্ট ➗ এক বছরে মোট অর্জিত ক্রেডিট
- এক বছরে মোট অর্জিত পয়েন্ট : কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।
- এক বছরের মোট অর্জিত ক্রেডিট : পাশ কৃত সকল বিষয়ের ক্রেডিট যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত ক্রেডিট”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম
- Ex : B+ = 3.25*4 = 13 ; C = 2.25*4 = 9; B+ = 3.25*4 = 13; B = 3.00*4 = 12; B- = 2.75*4 = 11; A- = 3.3.50*4 = 14;
- সুতরাং মোট অর্জিত পয়েন্টস : 13+9+12+13+12+11+14 = 72
- এবং মোট অর্জিত ক্রেডিট : 4+4+4+4+4+4 = 24
- মোট জিপিএ দাড়ায় : 72/24 = 3.00
জাতীয় বিশ্ববিদ্যালয়ের CGPA নির্নয়
- CGPA = চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) + অর্জিত গ্রেড পয়েন্টস ➗ পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা
- চার বছরের মোট অর্জিত পয়েন্ট : জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করবেন তার সাথে
- পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট : পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল