অনার্স ৪র্থ বর্ষের (২০১৭-১৮) ফলাফল পুনঃনিরীক্ষণের (Recheck) আবেদনের নোটিশ প্রকাশ হয়েছে। ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১২/১১/২০২৩ ইং তারিখ রবিবার সকাল ১০:০০ টা থেকে ৩০/১১/২০২৩ ইং তারিখ বৃহস্পতিবার বিকাল ০৪:০০ টা পর্যন্ত Online এ আবেদন করা ও টাকা জমা দেয়া যাবে।
অনার্স ৪র্থ বর্ষ পুনঃনিরীক্ষণ বিজ্ঞপ্তি ২০২৩
Pay slip সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://103.113.200.36/PAMS/ICTUnit / Re-scruting.aspx থেকে On-line-এ আবেদন ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখা অথবা সোনালী ব্যাংকের Online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা- নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরণের কার্ড যেমনঃ AMERICAN EXPERESS, VISA, DBBL, NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকে Online-এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।
নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে
না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি কোর্স ৮০০/- (আটশত) টাকা । বি: দ্র: আবেদনের সময় পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে।
- অনলাইন আবেদন করা যাবে ১২/১১/২০২৩ তারিখ হতে ৩০/১১/২০২৩ পর্যন্ত।
- প্রতি পত্র পুনঃনিরীক্ষণ ফি ৮০০/- (আটশত টাকা)।
online এ আবেদন করে সোনালী ব্যাংকের Online সেবার মাধ্যমে টাকা জমা দেয়া যাবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং কোন টাকা জমা দেয়া যাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ফি অবশ্যই সোনালী সেবার মাধ্যমেই জমা দিতে হবে। ব্যাংক ফি জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আবেদনটি বিশ্ববিদ্যালয়ে জমা হবে। ব্যাংকে টাকা জমার স্লিপ ও কোনো কাগজপত্র কলেজে জমা বা প্রেরনের প্রয়োজন নেই।