অনার্স ৪র্থ বর্ষের (২০১৮-১৯) ফলাফল পুনঃনিরীক্ষণের (Recheck) আবেদনের নোটিশ প্রকাশ হয়েছে। ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ১২ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত Online এ আবেদন করা ও টাকা জমা দেয়া যাবে।
সিজিপিএ ২.৯৯/২.৯৮ সামান্যর জন্য ৩.০০ মিস, যার হয় সেই বুঝবে। এটা কোনভাবেই বাড়ানো যাবে না। অনার্স ৪র্থ বর্ষে কোন বিষয়ে C/D পাইলেও ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে না।যদি মনে করেন ফাইনাল ইয়ারে কোন বিষয়ে ঠিকভাবে খাতা দেখিনি বা মূল্যায়ন করেনি, তাহলে পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারেন।অনার্স ৪র্থ বর্ষ(২০১৮-১৯) আপনাদের, চার বছরের সকল পত্রের মোট অর্জিত পয়েন্টসমূহ যোগ করে সর্বমোট ক্রেডিট দ্বারা ভাগ করে সিজিপিএ (CGPA) নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে কোন গড়মিল পরিলক্ষিত হলে সংশোধনের জন্য আগামী এক মাসের মধ্যে পরীক্ষার্থী সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যসহ লিখিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে পারবে।
অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট পুনঃমূল্যায়নের আবেদন যেভাবে করবেন। পিকচারে দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন।
- Exam Name: 4th Year Hons Answer Sheet Re-Evaluation Fee সিলেক্ট করে,
- অনার্স ৪র্থ বর্ষের রেজিষ্ট্রেশন নং দিয়ে Search বাটনে ক্লিক করবেন।
- এরপর আপনার নামসহ সাবজেক্ট কোড শো করবে।
- আপনার সচল মোবাইল নং দিবেন, যে সাবজেক্টগুলো পুনঃমূল্যায়ন করতে চান সাবজেক্ট কোড সিলেক্ট করবেন, টোটাল ফি দেখাবে।
- এরপর Submit বাটন ক্লিক করলে, অনলাইন পেমেন্ট পেইজ নিয়ে যাবে।
- পেমেন্ট পেইজ থেকে Online payment এ ক্লিক করে mobile banking (বিকাশ/নগদ/রকেট) দিয়ে পেমেন্ট করলে আবেদন সম্পন্ন হবে।
আবেদন করার পর, আপনার ফোনে কোন মেসেজ আসবে না। কলেজও কোন কাগজপত্র জমা দিতে হবে না। নিজে ফোন দিয়ে না পারলে কম্পিউটার দোকান থেকে করবেন। ঠিকমতো আবেদন হয়েছে কিনা, উক্ত ওয়েবসাইটে Check Payment অপশনে রেজিষ্ট্রেশন নং দিয়ে Paid লিখা চেক করতে পারবেন।
অনার্স ৪র্থ বর্ষ পুনঃনিরীক্ষণ বিজ্ঞপ্তি ২০২৪
Pay slip সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://103.113.200.36/PAMS/ICTUnit/ e-scruting.aspx থেকে On-line-এ আবেদন ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখা অথবা সোনালী ব্যাংকের Online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা- নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরণের কার্ড যেমনঃ AMERICAN EXPERESS, VISA, DBBL, NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকে Online-এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।
নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি কোর্স ৮০০/- (আটশত) টাকা । বি: দ্র: আবেদনের সময় পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে।
online এ আবেদন করে সোনালী ব্যাংকের Online সেবার মাধ্যমে টাকা জমা দেয়া যাবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং কোন টাকা জমা দেয়া যাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ফি অবশ্যই সোনালী সেবার মাধ্যমেই জমা দিতে হবে। ব্যাংক ফি জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আবেদনটি বিশ্ববিদ্যালয়ে জমা হবে। ব্যাংকে টাকা জমার স্লিপ ও কোনো কাগজপত্র কলেজে জমা বা প্রেরনের প্রয়োজন নেই।