Breaking News

অর্গানিক হাত _ মুকুল ম্রিয়মাণ

এবং কথার আরণ্যকে কৃষাণীর অর্গানিক হাত

রুয়ে দিচ্ছে বীজের নিবিষ্ট বৃত্তান্ত।
মাটির সংবেদনশীলতায় সেখানে জন্ম নিচ্ছে আমরুল ফুল ও উপশমী ফসলের টোটকা।
বিন্যস্ত শ্রমের বিনিয়োগ- আকৃষ্ট করছে কৃষিজাত শব্দদেরও;
অতঃপর নিরবিচ্ছিন্ন টুংটাং ও সব্জী বিষয়ক স্বাদের হেঁসেলী কথায় তা দিচ্ছে নগরমানুষ।
তামাদি ঋতুর তালবাহানা নয়,হেমন্ত’র পর শীতার্ত প্রান্তরে ফুলকপি ফুল ফুটলেই হলো;
তখন ঘাস আর শালগমের বনজুড়ে আমরা-
সংশ্লিষ্ট ঘাম দিয়ে লিখে যাবো অর্থকরী ‘ফসল কাটার গল্প’।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Saptahik cakrir khobor and pdf download

There are many weekly job magazines in Bangladesh. Cakrir dak is one of them.  Saptahik …