উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪ (এইচএসসি) পরীক্ষা ২০২৪-এর ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে, ১৫ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১১:০০ টায় সারাদেশে একযোগে সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪-এর ফল প্রকাশিত হবে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা সিলেট বোর্ডের ওয়েবসাইট (https://sylhetboard.gov.bd/) থেকে প্রয়োজনীয় তথ্য (রোল/রেজিস্ট্রেশন) প্রদান করে তাদের ফল সংগ্রহ করতে পারবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ ১৫ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১১:০০ টা হতে তাঁর প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (https://sylhetboard.gov.bd/) থেকে উল্লিখিত ফল সংগ্রহ করতে পারবেন ।
এইচএসসি – ২০২৪ পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে । উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল আগামী ১৫ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ বেলা ১১.০০ টায় প্রকাশিত হবে। সংশ্লিষ্ট সকলকে নিম্নবর্ণিত উপায়ে ফল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে না বা প্রকাশিত হবে না।
HSC ফলাফল সকল বোর্ড ২০২৪
বরিশাল বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
ঢাকা বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
চট্টগ্রাম বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
সিলেট বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
কুমিল্লা বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
মাদ্রাসা বোর্ড আলিম ফলাফল ২০২৪ | Check Results |
দিনাজপুর বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
রাজশাহী বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
ময়মনসিংহ বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
টেকনিক্যাল বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
যশোর বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪ – HSC Result 2024 Sylhet Board
১. সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.sylhetboard.gov.bd) থেকে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে স্ব-স্ব প্রতিষ্ঠান Result Sheet download/Print করতে পারবে।
2. Result view: https:// eduboardresults.gov.bd থেকে রোল ভিত্তিক ফলাফল পাওয়া যাবে। http://login.eduboardresults.gov.bd থেকে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN ও Password ব্যবহার করে Result Sheet download / Print করতে পারবে।
৩. পরীক্ষার্থীগণ সমন্বিত শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd এর মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে।
৪. পরীক্ষার ফল প্রকাশের পর যে কোন মোবাইল নম্বর থেকে HSC <> Board Name (1st 3 letters) <> Roll <> Year লিখে 16222 এ SMS এর মাধ্যমে ফল জানা যাবে।
উদাহরণ : HSC SYL 304050 2024 লিখে SEND to 16222.
৫. পুনঃনিরীক্ষণ / রিভিউর জন্য SMS এর মাধ্যমে ১৬/১০/২০২৪ তারিখ থেকে ২২/১০/২০২৪ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি টেলিটক বাংলাদেশ লিঃ প্রদত্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।