এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ১৫ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১১:০০ টায় ফলাফল ঘোষণার পর প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশ হওয়ার পর একযোগে কলেজে, পরীক্ষার কেন্দ্রে, বরিশাল শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এবং Android Mobile Phone – এ Apps ব্যবহার করে ফলাফল দেখা যাবে । নিম্নোক্ত পদ্ধতিতে কলেজ ও পরীক্ষাকেন্দ্র তাদের ফলাফল download করতে পারবে।
www.barisalboard.gov.bd/collegecp এই ঠিকানায় গিয়ে login অপশনে EIIN এবং password (কলেজের password) ব্যবহার করুন। Result মেনুবারে ক্লিক করার পরে HSC – 2024 Result এ ক্লিক করুন। সংশ্লিষ্ট কলেজের ফলাফল দেখতে পাবেন। প্রথমে www.barisalboard.gov.bd এই ঠিকানায় গিয়ে ডানপাশে HSC – 2024 Centre Panel অপশনে login > কেন্দ্রকোড, password দিয়ে (যে password দিয়ে HSC পরীক্ষার তথ্য পাঠানো হয়েছে সে password ব্যবহার করুন) সংশ্লিষ্ট কেন্দ্রের ফলাফল দেখতে পাবেন ।www.educationboardresults.gov.bd এর মাধ্যমে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। Android Phone -এ Barisal board apps ব্যবহার করেও ফলাফল পাওয়া যাবে । পরীক্ষার্থীর বিস্তারিত ফলাফল বরিশাল শিক্ষাবোর্ডের www.barisalboard.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফলাফল জানতে পারবে।
HSC ফলাফল সকল বোর্ড ২০২৪
বরিশাল বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
ঢাকা বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
চট্টগ্রাম বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
সিলেট বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
কুমিল্লা বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
মাদ্রাসা বোর্ড আলিম ফলাফল ২০২৪ | Check Results |
দিনাজপুর বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
রাজশাহী বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
ময়মনসিংহ বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
টেকনিক্যাল বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
যশোর বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
প্রি-রেজিস্ট্রেশন করার নিয়ম (ফল প্রকাশের পূর্বে) :
- যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে-
- HSC<>Board Name (First 3 Letter) <> Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
- যেমন: বরিশাল শিক্ষা বোর্ডের জন্য- HSC<>Bar <> Roll <> 2024 Send to 16222
- ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি- রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে। এছাড়াও বরিশাল শিক্ষাবোর্ডে ওয়েবসাইট হতে পরীক্ষার্থীরা বেলা ১১.০০ টায় ফলাফল জানতে পারবে।
- পুনঃনিরীক্ষণের জন্য SMS এর মাধ্যমে ১৬/১০/২০২৪ তারিখ থেকে ২২/১০/২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে