আলিম পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৪ সালের আলিম পরীক্ষার ফল ১৫ ই অক্টোবর ২০২৪ খ্রি. মঙ্গলবার বেলা ১১.০০ টায় শিক্ষাবোর্ডের সভাকক্ষে সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ্ আলমগীর প্রকাশ করবেন। একই সময়ে উপস্থিত সাংবাদিকদের কাছে ফলাফলের পরিসংখ্যান বিতরণ করা হবে। উল্লেখ্য, ২০২৪ সালের আলিম পরীক্ষার্থীগণ বেলা ১১.০০ টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) এবং মোবাইলে SMS এর মাধ্যমে তাঁদের ফল জানতে পারবেন।
HSC ফলাফল সকল বোর্ড ২০২৪
বরিশাল বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
ঢাকা বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
চট্টগ্রাম বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
সিলেট বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
কুমিল্লা বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
মাদ্রাসা বোর্ড আলিম ফলাফল ২০২৪ | Check Results |
দিনাজপুর বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
রাজশাহী বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
ময়মনসিংহ বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
টেকনিক্যাল বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
যশোর বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ | Check Results |
আলিম পরীক্ষার রেজাল্ট ২০২৪ – Bmeb ALIM Result
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, আগামী ১৫ ই অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ মঙ্গলবার সকাল ১১.০০ টায় আলিম পরীক্ষা ২০২৪ এর ফল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং স্ব স্ব প্রতিষ্ঠান থেকে একযোগে প্রকাশিত হবে। নিম্নে উল্লিখিত যে কোন পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে।
১. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bmeb.gov.bd এ অনলাইন সেবা-১ কর্ণার-এ আলিম পরীক্ষা- ২০২৪ এ ক্লিক করে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার Result sheet download করা যাবে।
২. www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী Result sheet download করতে পারবে।
৩. যারা SMS (এসএমএস) এর মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের পূর্বেই নিম্নোক্ত পদ্ধতিতে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। Alim<>Board Name First 3 Latter]<>Roll<> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য- Alim <space> Mad<space>123456 <space> 2024 Send to 16222 ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
8. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য নিম্নোক্ত Web Address https://eboardresults.com/v2/home
Institution Result Select করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হলো।
৫. প্রতিষ্ঠান প্রধান এবং পরীক্ষার্থীদের https://eduboardresults.gov.bd/ Web Address এ প্রবেশ করে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হলো। উল্লেখ্য, ১৬/১০/২০২৪ তারিখ থেকে ২২/১০/২০২৪ তারিখ পর্যন্ত পুনঃনিরীক্ষণ/রিভিউর জন্য মোবাইলে এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে।