dgfood.teletalk.com.bd admit Card download 2021

How to download dgfood.teletalk.com.bd admit Card download 2021? www.dgfood.gov.bd recently published admit card but you have take some action to download dgfood admit card. Now, Campustimesbd share a article with image how download dgfood admit card.

খাদ্য অধিদপ্তরের এডমিট কার্ড ডাউনলোড করবেন যেভাবে।

যারা মেসেজ পেয়েছেন ভালো, আর যারা পাননি বা আগেরটা হারিয়ে ফেলেছেন তারা ইউজার আইডি ও পাসওয়ার্ড রিকভারি  করতে পারবেন কিছু তথ্য ইনপুট দিয়ে। আর যাদের সংরক্ষিত আছে তারা সেটা দিয়েই পারবেন।
ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়ার পর যা করবেন:

 

  • তারপর Home এ গেলে Submit Applicant’s Data পাবেন।
  • সেখানে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড ইনপুট বক্স আসলে তা দিবেন।
  • তারপর কিছু পার্সোনাল তথ্য চাইবে যেমন: নিজের নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ ও কোটা পূরণ করে সাবমিট করবেন।

  • আপনি যে যে তথ্য ইনপুট করেছে তা দেখাবে। এরপর ছবি ও স্বাক্ষর ইনপুট করতে হবে।

  • তবে পূর্বের আবেদনের সময় যে ছবি ও স্বাক্ষর দিয়েছেন সেটাই লাগবে।
  • সাবমিট সাকসেসফুল হলে Successful নোটিফিকেশন পাবেন।

তারপর Admit Card এ যাবেন,  Upper মেনু বার থেকে Submit Applicant’s Data তে যাবেন।

  • এবার ইউজার আইডি ও পাসওয়ার্ড ইনপুটের বক্স আসবে।
  • ইউজার আইডি ও পাসওয়ার্ড ইনপুট দিয়ে সাবমিট করলে এডমিট ডাউনলোড হবে।
  • চাইলে Applicant’s Copy ডাউনলোড করতে পারবেন।
কেন আবার নতুন করে পার্সোনাল তথ্য দিতে হচ্ছে এটা আপাতত আমিও জানি না। তবে মেসেজে বলছে এডমিট পাওয়ার জন্য ‌ই এটা করতে হবে।
কারও সমস্যা হলে কমেন্ট করতে পারেন আমাদের ওয়েবসাইটে । সাধ্যমত সাহায্য করার চেষ্টা করব।
Visitors Search Also:
dgfood.gov.bd, dgfood bd, dgfood apply, dgfood teletalk, dgfood exam date, dgfood admit card, dgfood teletalk bd, dgfood admit card download, dgfood teletalk application process,

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …