সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ভর্তির জন্য বিস্তারিত তথ্য। অনেকেই হয়তো মেধাবী হওয়া স্বত্বেও সিট সংখ্যা সীমিত সহ নানা কারণে ঢাবিতে চান্স পায়না আর যারা চাইতেছে ঢাকার ভিতরে থেকে সরকারি খরচে অনার্স পড়তে আবার মানসম্মত একটা সার্টিফিকেট সে ক্ষেত্রে তার প্রথম ও একমাত্র চয়েস হয়ে উঠে ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজ। MCQ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরিক্ষা হবে। পাশ মার্ক ৪০ নম্বর। ৪০ না পেলে ভর্তির জন্য বিবেচিত হবে না। বিষয় ভিত্তিক আলাদা ভাবে পাশ করতে হবে না। Negative Mark নেই।

সাত কলেজ আসন সংখ্যাঃ

  • ২০২১-২২ সার্কুলার অনুযায়ী সাত কলেজে মোট আসন সংখ্যা ২১,৫৯৩টি
  • বিজ্ঞান ইউনিটে ৬,৫৫০টি
  • বানিজ্য ইউনিটে ৫,৩১০টি
  • কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৯,৭৮৩টি।
  • এবারের ২০২২-২০২৩ সেশনের ভর্তি পরীক্ষা জুন / জুলাইয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদন শুরু এপ্রিলে।

সাত কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাসঃ

ক- ইউনিট (বিজ্ঞান বিভাগ)

  • পদার্থ বিজ্ঞান -২৫
  • রসায়ন -২৫
  • উচ্চতর গনিত -২৫
  • জীববিজ্ঞান-২৫
  • (চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ ইংরেজি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন)

খ -ইউনিট (মানবিক বিভাগ)

  • বাংলা -২৫
  • ইংরেজি-২৫
  • সাধারন জ্ঞান-৫০

গ – ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ)

  • বাংলা-২০
  • ইংরেজি -২০
  • হিসাববিজ্ঞান-২০
  • ব্যবসায় নীতি ও প্রয়োগ -২০
  • মার্কেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং-২০

পরীক্ষা হবে ১০০ মার্কের। কোন নেগেটিভ মার্কিং নেই। SSC ও HSC রেজাল্টের উপর ২০ নাম্বার থাকবে। পরীক্ষার সময় ১ ঘন্টা। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ১ নাম্বার।

 

সাত কলেজ ভর্তির আবেদনের যোগ্যতাঃ

বিজ্ঞান ৭.০০
বাণিজ্য ৬.৫
মানবিক ৬.০০

 

ভর্তি পরীক্ষার মান বন্টনঃ

মোট নাম্বার ১২০, তার মধ্যে MCQ পরীক্ষা ১০০ মার্কের এবং বাকী ২০ নাম্বার SSC ও HSC এর নাম্বারের উপর। স্ব স্ব ইউনিট থেকে পরিক্ষা দিতে হবে। অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধু ক ইউনিটে, ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা শুধু গ-ইউনিটে, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা শুধু খ-ইউনিটে পরীক্ষা দিতে পারবে।

 

৭ কলেজের মধ্যে ২ টি শুধু মেয়েদের কলেজ : ইডেন ও বদরুন্নেসা কলেজ, ১টি শুধু ছেলেদের কলেজ : ঢাকা কলেজ এবং বাকী ৪ টি কলেজে ছেলে – মেয়ে উভয়ই আছে।

 

ঢাবি অধিভুক্ত ৭ কলেজগুলো হলোঃ

  1. ঢাকা কলেজ
  2. ইডেন মহিলা কলেজ
  3. সরকারি তিতুমীর কলেজ
  4. বেগম বদরুন্নেসা কলেজ
  5. কবি নজরুল কলেজ
  6. সরকারি বাংলা কলেজ
  7. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

 

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কী সাত কলেজে মাস্টার্স করা যায়?

ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে জানতে চেয়েছেন জাতীয় …