ইডেন মহিলা কলেজ মাস্টার্স শেষ পর্ব ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

ইডেন মহিলা কলেজ, মাস্টার্স ফাইনাল ২০২২ সনের (২১-২২) সেশন মাস্টার্স শেষ পর্ব এডমিশন বিজ্ঞপ্তি প্রকাশ। উক্ত সেশনে অনার্স (১৭-১৮) নিয়মিত,(১৬-১৭,১৫-১৬) অনিয়মিত সেশনের কৃতকার্য সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা এডমিশন নিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ইডেন মহিলা কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সনের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের মাস্টার্স শেষ বর্ষে (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী ০৫/০১/২০২৩ হতে ০৫/০২/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত www.edencollege.eshiksabd.com ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করা যাবে। নির্ধারিত সময়ের পর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে (মাস্টার্স শেষ পর্বে) ছাত্রী ভর্তি হতে পারবে না।

ইডেন মহিলা কলেজ মাস্টার্স শেষ পর্ব ভর্তি তথ্যঃ

  • এডমিশন আরম্ভঃ ৫ জানুয়ারি ২০২৩
  • এডমিশন সমাপ্তঃ ৫ ফেব্রুয়ারি ২০২৩।
  • উক্ত সেশনের চুড়ান্ত পরীক্ষা জুন/জুলাই ২০২৩ সনে অনুষ্ঠিত হবে।

যে সকল কোর্সে ইডেন মহিলা কলেজে ভর্তি হওয়া যাবে:

  • এমএ: বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা, দর্শন,
  • এমবিএ: হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, মার্কেটিং,
  • এমএসএস: অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান,
  • এমএসসি: গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, ভূগোল ও পরিবেশ।

আইসিটি কোর্স গ্রহণ:

আইসিটি কোর্স মাস্টার্স শেষ পর্বের একটি নন-ক্রেডিট কোর্স। এই কোর্সের প্রাপ্ত নম্বর মাস্টার্সের মূল ফলাফলকে
প্রভাবিত করবে না। এটি এক বছরের ডিপ্লোমা কোর্সের সমতুল্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এর জন্য পৃথক সার্টিফিকেট
ইস্যু করবে। তথ্য প্রযুক্তির এ যুগে আইসিটি সনদ খুবই গুরুত্বপূর্ণ বিধায় আইসিটি কোর্স গ্রহণে সকলকে উৎসাহ
প্রদান করা হচ্ছে।

ভর্তির যোগ্যতা:

২০২১ সনের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার চূড়ান্ত উত্তীর্ণ ছাত্রী ভর্তি হতে পারবে। এছাড়া ২০১৯ ও ২০২০ সনের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী যারা অনার্স কোর্স অসম্পূর্ণ থাকায় বা অনার্স চূড়ান্ত উত্তীর্ণ হয়েও ইতিপূর্বে মাস্টার্স কোর্সে ভর্তি হয়নি তারা ২০২১-২০২২ সেশনে ভর্তি হতে পারবে।

 

ইডেন মহিলা কলেজ মাস্টার্স শেষ পর্ব ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

 

 

ইডেন মহিলা কলেজে অন্য কলেজের ছাত্রী ভর্তি:

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত (৭ কলেজ) অন্যান্য কলেজে অনার্স বিষয়ে মাস্টার্স কোর্স না থাকলে শুধুমাত্র ছাত্রীরা এ কলেজের মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারবে। এ ক্ষেত্রে নিজ কলেজে মাস্টার্স কোর্স নেই মর্মে অধ্যক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র ও অনার্স সকল বর্ণের নম্বরপত্র সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

মাস্টার্স শেষ পর্ব ভর্তির জন্য শিক্ষার্থীর করণীয়:

উপরোল্লিখিত ওয়েব সাইটে প্রবেশ করে ‘edenstudent’ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর Admission ট্যাব ক্লিক করে ভর্তি ফরম পূরণ করতে হবে। ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী তথ্যাদি পূরণ করে “বিকাশ অথবা উপায় (Biller ID: Eden Mohila College)” এর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করতে হবে। মোবাইল ব্যাংকিং এ বিজ্ঞন্তিতে নির্ধারিত টাকার চেয়ে কম বা বেশি টাকা দেখালে পেমেন্ট না করে বিভাগে জানাতে হবে। ভর্তি ফরমটি প্রিন্ট করে সকল বর্ষের মার্কসীট (অনলাইন কপি) ও পে-রিসিটসহ কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। ভর্তি ফরম বিভাগে জমা না দিলে তার ভর্তি নিশ্চিত হবে না।

বিভাগের করণীয়:

বিভাগ ভর্তিকৃত ছাত্রীর ফরম ও অন্যান্য তথ্যাদি জমা নিবেন এবং অনলাইনে ভর্তি নিশ্চিত
করবেন।

 

বিঃদ্রঃ ভর্তি ফরম পূরণে কোন সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

সরকারি সাত কলেজ অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি ২০২৩

২০২২ সনের ২য় বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচি। পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ঢাকা …