ইডেন মহিলা কলেজ, মাস্টার্স ফাইনাল ২০২২ সনের (২১-২২) সেশন মাস্টার্স শেষ পর্ব এডমিশন বিজ্ঞপ্তি প্রকাশ। উক্ত সেশনে অনার্স (১৭-১৮) নিয়মিত,(১৬-১৭,১৫-১৬) অনিয়মিত সেশনের কৃতকার্য সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা এডমিশন নিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ইডেন মহিলা কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সনের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের মাস্টার্স শেষ বর্ষে (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী ০৫/০১/২০২৩ হতে ০৫/০২/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত www.edencollege.eshiksabd.com ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করা যাবে। নির্ধারিত সময়ের পর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে (মাস্টার্স শেষ পর্বে) ছাত্রী ভর্তি হতে পারবে না।
ইডেন মহিলা কলেজ মাস্টার্স শেষ পর্ব ভর্তি তথ্যঃ
- এডমিশন আরম্ভঃ ৫ জানুয়ারি ২০২৩
- এডমিশন সমাপ্তঃ ৫ ফেব্রুয়ারি ২০২৩।
- উক্ত সেশনের চুড়ান্ত পরীক্ষা জুন/জুলাই ২০২৩ সনে অনুষ্ঠিত হবে।
যে সকল কোর্সে ইডেন মহিলা কলেজে ভর্তি হওয়া যাবে:
- এমএ: বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা, দর্শন,
- এমবিএ: হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, মার্কেটিং,
- এমএসএস: অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান,
- এমএসসি: গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, ভূগোল ও পরিবেশ।
আইসিটি কোর্স গ্রহণ:
আইসিটি কোর্স মাস্টার্স শেষ পর্বের একটি নন-ক্রেডিট কোর্স। এই কোর্সের প্রাপ্ত নম্বর মাস্টার্সের মূল ফলাফলকে
প্রভাবিত করবে না। এটি এক বছরের ডিপ্লোমা কোর্সের সমতুল্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এর জন্য পৃথক সার্টিফিকেট
ইস্যু করবে। তথ্য প্রযুক্তির এ যুগে আইসিটি সনদ খুবই গুরুত্বপূর্ণ বিধায় আইসিটি কোর্স গ্রহণে সকলকে উৎসাহ
প্রদান করা হচ্ছে।
ভর্তির যোগ্যতা:
২০২১ সনের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার চূড়ান্ত উত্তীর্ণ ছাত্রী ভর্তি হতে পারবে। এছাড়া ২০১৯ ও ২০২০ সনের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী যারা অনার্স কোর্স অসম্পূর্ণ থাকায় বা অনার্স চূড়ান্ত উত্তীর্ণ হয়েও ইতিপূর্বে মাস্টার্স কোর্সে ভর্তি হয়নি তারা ২০২১-২০২২ সেশনে ভর্তি হতে পারবে।
ইডেন মহিলা কলেজ মাস্টার্স শেষ পর্ব ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
ইডেন মহিলা কলেজে অন্য কলেজের ছাত্রী ভর্তি:
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত (৭ কলেজ) অন্যান্য কলেজে অনার্স বিষয়ে মাস্টার্স কোর্স না থাকলে শুধুমাত্র ছাত্রীরা এ কলেজের মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারবে। এ ক্ষেত্রে নিজ কলেজে মাস্টার্স কোর্স নেই মর্মে অধ্যক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র ও অনার্স সকল বর্ণের নম্বরপত্র সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
মাস্টার্স শেষ পর্ব ভর্তির জন্য শিক্ষার্থীর করণীয়:
উপরোল্লিখিত ওয়েব সাইটে প্রবেশ করে ‘edenstudent’ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর Admission ট্যাব ক্লিক করে ভর্তি ফরম পূরণ করতে হবে। ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী তথ্যাদি পূরণ করে “বিকাশ অথবা উপায় (Biller ID: Eden Mohila College)” এর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করতে হবে। মোবাইল ব্যাংকিং এ বিজ্ঞন্তিতে নির্ধারিত টাকার চেয়ে কম বা বেশি টাকা দেখালে পেমেন্ট না করে বিভাগে জানাতে হবে। ভর্তি ফরমটি প্রিন্ট করে সকল বর্ষের মার্কসীট (অনলাইন কপি) ও পে-রিসিটসহ কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। ভর্তি ফরম বিভাগে জমা না দিলে তার ভর্তি নিশ্চিত হবে না।
বিভাগের করণীয়:
বিভাগ ভর্তিকৃত ছাত্রীর ফরম ও অন্যান্য তথ্যাদি জমা নিবেন এবং অনলাইনে ভর্তি নিশ্চিত
করবেন।
বিঃদ্রঃ ভর্তি ফরম পূরণে কোন সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে।