ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ টি কলেজ। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর ৭ টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা । পূর্বে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল । অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী এবং এক হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন। অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালনা করা হয় ।
সাত কলেজের নামের তালিকাঃ
- ১. ঢাকা কলেজ
- ২. ইডেন মহিলা কলেজ
- ৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- ৪. কবি নজরুল কলেজ
- ৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- ৬. সরকারি বাঙলা কলেজ
- ৭. সরকারি তিতুমীর কলেজ।
৭ কলেজে ভর্তির আবেদন যোগ্যতাঃ
ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২২ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিট ভিত্তিক আবেদনের ক্ষেত্রেও আলাদাভাবে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা নিচে তুলে ধরা হলো।
৭ কলেজে ভর্তির ইউনিটসমূহঃ
- বিজ্ঞান – এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০
- কলা ও মানবিক – এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০
- বাণিজ্য – এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) জিপিএ ৬.৫০
সাত কলেজের ভর্তি পরীক্ষার তথ্যঃ
- পরীক্ষার সময় ১ ঘন্টা
- পরীক্ষার পদ্ধতি MCQ
- লিখিত পরীক্ষা ১০০ নম্বর
- জিপিএ নম্বর (এসএসসি +এইচএসএসি) ২০ নম্বর মাধ্যম বাংলা ও ইংরেজী উভয়ই।
- পাশ নম্বর ৪০ ( আলাদাভাবে পাশ করতে হবে না ) নেগেটিভ মার্কিং নেই।
- কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে – ঢাকা শহরের বিভিন্ন স্কুল কলেজে সীট পড়বে।
- বিস্তারিত বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশিত হবে।