মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২২ – কোটার মেধা তালিকা। মাস্টার্স ভর্তি কোটার মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ। মাস্টার্স (নিয়মিত) কোর্সের ভর্তি কার্যক্রমের কোটার মেধা তালিকা আগামী ১৮ অক্টোবর বিকাল ৪ টায় প্রকাশ করা হবে। কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি হতে হবে ২৪ অক্টোবরের মধ্যে। রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত আপডেট আসবে ২৬ অক্টোবরের পর।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে কোটার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের কোটার মেধা তালিকা ১৮ অক্টোবর ২০২২ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে।
আরও পড়ুন:
- মাস্টার্স ভর্তি কনফার্ম (Received) নিশ্চয়ন পদ্ধতি
- মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২১-২০২২
- মাস্টার্স ভর্তি হতে কি কি লাগে
- মাস্টার্স ভর্তি মেধা তালিকায় চান্স না হলে করণীয়
- মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
মেসেজে কোটার মেধা তালিকা দেখার উপায়:
উক্ত ফলাফল SMS (nu<space>atmf<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে।
- যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুন-
- NU<space>ATMF<space>Roll No এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
- উদাহরণ: NU ATMF 26778367 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে
এখানে NU অর্থ National University এবং ATMF অর্থ Admission Test Masters Final
https://ibb.co/S7R7W9C
অনলাইনে কোটার মেধা তালিকা দেখার উপায়:
ভর্তি বিষয়ক ওয়েবসাইট ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।
Please click on Admission Form to provide the required additional information.
অনলাইনে মাস্টার্স ভতি ফলাফল দেখুন
উল্লেখ্য যে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ২৩ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus / Important Notice
অপশন থেকে জানা যাবে।
মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২২ – কোটার মেধা তালিকার বিজ্ঞপ্তি
মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে কোটার ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।