মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২২ – কোটার মেধা তালিকা

মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২২ – কোটার মেধা তালিকা। মাস্টার্স ভর্তি কোটার মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ। মাস্টার্স (নিয়মিত) কোর্সের ভর্তি কার্যক্রমের কোটার মেধা তালিকা আগামী ১৮ অক্টোবর বিকাল ৪ টায় প্রকাশ করা হবে। কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি হতে হবে ২৪ অক্টোবরের মধ্যে। রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত আপডেট আসবে ২৬ অক্টোবরের পর।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে কোটার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের কোটার মেধা তালিকা ১৮ অক্টোবর ২০২২ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে।

 

আরও পড়ুন:

 

 

মেসেজে কোটার মেধা তালিকা দেখার উপায়:

উক্ত ফলাফল SMS (nu<space>atmf<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে।

  • যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুন-
  • NU<space>ATMF<space>Roll No এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
  • উদাহরণ: NU ATMF 26778367 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে
এখানে NU অর্থ National University  এবং ATMF অর্থ Admission Test Masters Final

https://ibb.co/S7R7W9C

 

অনলাইনে কোটার মেধা তালিকা দেখার উপায়:

ভর্তি বিষয়ক ওয়েবসাইট ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা উল্লেখিত দিন রাত ৯ টার পর অনলাইনে প্রকাশ করা হবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আপনার ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করেও দেখতে পাবেন।

 

Congratulations!
You are assigned ENGLISH (1151) at Tongi Govt. College, GAZIPUR according to the First merit list.
Please click on Admission Form to provide the required additional information.

 

 

অনলাইনে মাস্টার্স ভতি ফলাফল দেখুন

 

উল্লেখ্য যে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ২৩ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus / Important Notice
অপশন থেকে জানা যাবে।

 

 

মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২২ – কোটার মেধা তালিকার বিজ্ঞপ্তি

মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে কোটার ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপ ২০২২

ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ | ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখব কিভাবে?

২০২১-২০২২ সেশনের ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ডিগ্রি প্রথম …