মাস্টার্স(নিয়মিত) ভর্তিতে যারা কাগজপত্র কলেজে জমা দিয়েছেন, তারা ওয়েবসাইটে লগইন করে জানতে পারবেন কলেজ কর্তৃপক্ষ আপনার ভর্তি কনফার্ম করেছে কিনা। Nu Admission সংক্রান্ত ওয়েবসাইট এ আপনার Admission Roll No. ও PIN(আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করার পর “Your application for admission has been approved by the College authority” লিখা থাকলে নিশ্চিন্তে থাকতে পারেন,কলেজ আপনার ভর্তি কনফার্ম করেছে।
মাস্টার্স ভর্তি কনফার্ম (Received) নিশ্চয়ন পদ্ধতি
আরও্র পড়ুন: মাস্টার্স ভর্তির প্রাথমিক আবেদন (Received) নিশ্চয়ন পদ্ধতি
আর যাদের লগইন করার পর “Your application for admission is now pending for the approval from the College authority” লিখাটা আসলে, আগামীকাল ১৩ অক্টোবর কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন।
কলেজ কর্তৃক ভর্তি নিশ্চায়ন করার শেষ সময়সীমা ১৩/১০/২০২২ তারিখ পর্যন্ত।
উল্লেখ্য, কলেজ কর্তৃপক্ষ এপ্রুভ করার পর বাকি যে কয়টি সিট খালি থাকবে, সেগুলার রিলিজ স্লিপের জন্য বরাদ্দ হয়ে যাবে।
অনলাইনে মাস্টার্স ভর্তি কনফার্ম যেভাবে দেখবেন:
মাস্টার্স ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আপনার আবেদনের এডমিশন রোল ও পিন নং দিয়ে লগইন করবেন!
যদি এরকম লেখা থাকে আপনার ভর্তি কলেজ গ্রহণ করেছে:
- Congratulations!
You are assigned POLITICAL SCIENCE (1951) at Chittagong College,
CHITTAGONG according to the First merit list.
Your application for admission has been approved by the college
authority.
যদি এরকম লেখা থাকে আপনার ভর্তি কলেজ গ্রহণ করেনি:
- Congratulations!
You are assigned ACCOUNTING (2551) at
Govt. Tolaram College, NARAYANGANJ according to the First merit list. - Your application for admission is now pending approval from the
college authority. - Please click on DOWNLOAD PDF to download the Application Form. You must print the PDF and submit it to your college with the required documents.
যদি আপনার admission has been approved by the college authority লেখা আসে কলেজ গ্রহণ করেছে কিন্তু pending approval from the college authority. লিখা থাকে সেক্ষেত্রে অবশ্যই আগামীকাল ১৩ অক্টোবরের মধ্যে কলেজে যোগাযোগ করে পেমেন্টের টান্সজেকশন আইডি,অনলাইন আবেদন ফর্মটি সাথে নিয়ে জানাতে হবে।
যদি ১২ অক্টোবর মধ্যে আপনার মোবাইল নং এ উক্ত মেসেজটি নাহ আসে বা অনলাইনে লগইন করার পরও কলেজ কর্তৃক রিসিভ নাহ হয়, তখন অবশ্যই ১৩ অক্টোবর মধ্যে কলেজে যোগাযোগ করে পেমেন্টের ডিটেইলস,এডমিশন রোল নং সাথে নিয়ে বিষয়টি কলেজে জানাতে হবে।