Breaking News

মাস্টার্স ভর্তির প্রাথমিক আবেদন (Received) নিশ্চয়ন পদ্ধতি

২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তিচ্ছুু যেসব শিক্ষার্থী প্রাথমিক আবেদন ফি পরিশোধ করেছেন, তারা অনলাইন লগইন করে চেক করতে পারবেন কলেজ আপনার আবেদন “Received” করেছে কিনা! মাস্টার্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যারা অনলাইনে প্রাথমিক আবেদন করে কলেজ নোটিশ অনুসরণ করে আবেদন ফি জমা দিয়েছেন, তাদের আবেদন কলেজ কর্তৃপক্ষ এপ্রুভ করার পর “Received” লিখা আসবে। কারিগরি ত্রুটির কারণে কলেজ থেকে মেসেজ নাও আসতে পারে! অনলাইনে Received লিখা থাকলে নিশ্চিন্তে থাকবেন।

আরও পড়ুন: মাস্টার্স ভর্তি কনফার্ম (Received) নিশ্চয়ন পদ্ধতি

মাস্টার্স ভর্তি নিশ্চয়ন – Received করলে এমন দেখবে

301779547-128143186635757-2951273261605896105-n

Apply Now by Online

আরও পড়ুনঃ

 

মাস্টার্স ফাইনাল নিশ্চয়ন অনলাইনে যেভাবে চেক করবেনঃ

উক্ত ওয়েবসাইট আপনার আবেদনের এডমিশন রোল ও পিন নং দিয়ে লগইন করবেন! View Application অপশনে ক্লিক করে সবুজ রঙের “Received” লিখা আসবে।

অনলাইনে দেখার লিংক

যাদের অনলাইন লগইনে করে লাল রঙের “Submitted” লিখাটা আছে তারা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ধৈর্য্য রেখে অপেক্ষা করবেন।

যদি ২৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে লগইন করার পরও কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন রিসিভ নাহ হয়, অবশ্যই ২৫ সেপ্টেম্বরের মধ্যে কলেজে যোগাযোগ করে পেমেন্ট ডিটেইলস, এডমিশন রোল নং সাথে নিয়ে বিষয়টি কলেজে জানাতে হবে।

উল্লেখ্য, প্রাথমিক আবেদন নিশ্চায়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন! অর্থাৎ,  প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চায়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।

২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন চলবে ২০/০৯/২০২১ তারিখ রাত ১২ঃ০০ পর্যন্ত।

 

২৬ সেপ্টেম্বরে পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নোটিশ দিয়ে মাস্টার্স নিয়মিত কোর্সের ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ করবে! আপডেট পেতে ওয়েবাসাইটে চোখ রাখুন।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ ২০২৪ – Honours 4th Year Form Fill-Up

অনার্স ৪র্থ বর্ষ (২০১৮-১৯) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই সাথে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা …