২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তিচ্ছুু যেসব শিক্ষার্থী প্রাথমিক আবেদন ফি পরিশোধ করেছেন, তারা অনলাইন লগইন করে চেক করতে পারবেন কলেজ আপনার আবেদন “Received” করেছে কিনা!
Received করলে এমন দেখবে
মাস্টার্স ফাইনাল নিশ্চয়ন অনলাইনে যেভাবে চেক করবেনঃ
উক্ত ওয়েবসাইট ( http://app39.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Postgraduate ) আপনার আবেদনের এডমিশন রোল ও পিন নং দিয়ে লগইন করবেন! View Application অপশনে ক্লিক করে সবুজ রঙের “Received” লিখা আসবে।
যাদের অনলাইন লগইনে করে লাল রঙের “Submitted” লিখাটা আছে তারা ১৭ নভেম্বর পর্যন্ত ধৈর্য্য রেখে অপেক্ষা করবেন।
যদি ১৭ নভেম্বরের মধ্যে অনলাইনে লগইন করার পরও কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন রিসিভ নাহ হয়,তখন ১৮ নভেম্বর অবশ্যই কলেজে যোগাযোগ করে পেমেন্ট ডিটেইলস,এডমিশন রোল নং সাথে নিয়ে বিষয়টি কলেজে জানাতে হবে।
উল্লেখ্য, প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চায়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।
২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স(নিয়মিত) প্রোগ্রামে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন চলবে ১৭/১১/২০২১ তারিখ রাত ১২ঃ০০ পর্যন্ত।
২০ নভেম্বরের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নোটিশ দিয়ে মাস্টার্স নিয়মিত কোর্সের ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ করবে! আপডেট পেতে ওয়েবাসাইটে চোখ রাখুন।