মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ – মেধা তালিকায় চান্স না হলে করণীয়

আজকে প্রকাশিত মাস্টার্স (নিয়মিত) ভর্তির মেধা তালিকায় যাদের চান্স হয়নি তাদের করণীয়। মাস্টার্স ভর্তির জন্য ২য় মেধা তালিকা দেওয়া হবে না। একেবারে রিলিজ স্লিপে নতুন করে যেকোনো ৩টি কলেজে আবেদন করার সুযোগ পাবেন! সিট খালি থাকার সাপেক্ষে পূর্বের কলেজও আবেদন করতে পারবেন। আগামী অক্টোবর মাসের ২০ তারিখের পর কোটায় মেধা তালিকা দিবে, এর পরপরই রিলিজ স্লিপের আবেদনের নোটিশ আসবে।

 

চান্স নিয়ে লাফানোর কিছু নাই। আগে বিষয়টা বুঝেন। যেই কলেজে আপনি অনার্স করেছেন ওই একই কলেজে আপনি আবেদন করলে ১০০% চান্স পাবেন। কারন অগ্রাধিকার ভিত্তিতে আপনার সিটটা রিজার্ভ করে রাখা হয়েছে। আপনার CGPA ২.৫০ হলেও ঐ একই কলেজে আপনি চান্স পাবেন।

ঐ একই কলেজের আগের ছাত্র-ছাত্রীদের ৭৫% সিট দেওয়ার পরে বাকিদের জন্য মেধা প্রতিযোগিতা হয়। একজনে ২.৫০ দিয়ে চান্স পাইছে আরেকজনে ৩.০০ দিয়েও একই কলেজে চান্স পায় নাই। আগের জনে অগ্রাধিকারের ভিত্তিতে চান্স পেয়েছে, সে ঐ সেইম কলেজের স্টুডেন্ট ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা একটা নিয়ম। আবেদন করার সময় তাদের শর্তে এই রকমই লেখা ছিল।

 

মাস্টার্স ভর্তি – মেধা তালিকায় চান্স না হলে:

মাস্টার্স (নিয়মিত) ভর্তির প্রকাশিত ফলাফলে যাদের কোনো বিষয়ে চান্স হয়নি তাদের অনলাইন লগইনের পর:-

  • “We are happy to inform you that you are on the list of successful candidates but not on the Merit list.”
  • উক্ত লিখাটি শো করবে।

 

NU-Admission-System-2

 

মাস্টার্স ভর্তি – মেধা তালিকায় চান্স হলে:

  • Congratulations!
  • You are assigned ENGLISH (1151) at Tongi Govt. College, GAZIPUR according to the First merit list.
  • Please click on the Admission Form to provide the required additional information.

NU-Admission-System-1

 

 

মাস্টার্স ভর্তি – রিলিজ স্লিপে আবেদন যোগ্যতা:

অক্টোবর মাসের শেষ দিকে রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। যে সকল আবেদনকারী,

  • ক) মেধা তালিকায় স্থান পায়নি;
  • খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি,
  • গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে,
  • সে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।

 

আরও পড়ুন: মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপের বিজ্ঞপ্তি ২০২২

 

মাস্টার্স ভর্তি – রিলিজ স্লিপে চান্স না হলে:

রিলিজ স্লিপেও যারা সাবজেক্ট পাবেন নাহ, চলতি বছর মাস্টার্স (প্রাইভেট) কোর্সে এডমিশন নিতে পারবেন। নভেম্বরে সার্কুলার আসবে। যেসব শিক্ষার্থীর মেধা তালিকায় যাদের স্থান হয়নি অথবা, চান্স হয়েও যারা ভর্তি হবে না, শুধুমাত্র তারাই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজ নোটিশ অনুসরণ করে ১১ অক্টোবরের মধ্যে ভর্তি হতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ – NU Recent Notice 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ মূলত ২০২৪ সালের সকল নোটিশ প্রচার করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের …