জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স(নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপের বিজ্ঞপ্তি ২০২২
রিলিজ স্লিপের অনলাইন আবেদন ০৬/০১/২০২২ তারিখ বিকাল ৪টায় শুরু হয়ে ১৩/০১/২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে কর্ম এপস ডাউনলোড করুন!
যে সকল আবেদনকারী, ক) মেধা তালিকায় স্থান পায়নি; খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।
কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি,সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
◼️ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলঃ http://app1.nu.edu.bd/notice/NOTICE_MASTERS_2019_2020_020122.pdf
নিজ শহরে ফ্রিতে চাকুরি খুঁজতে গুগল পরিচালিত কর্ম এপ ইনস্টল করুন!