মাস্টার্স ভর্তি হতে কি কি লাগে

মাস্টার্স ভর্তি হতে যে সব কাগজপত্র লাগবে: মাস্টার্স ভর্তি হতে কি কি লাগে? মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির জন্য নিম্নোক্ত কাগজপত্র প্রস্তুত করে রাখুন। আবেদনকারীকে প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরমের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। আবেদন ফরমের সংগে আবেদনকারীর স্নাতক (সম্মান) অনার্স/১ম পর্ব মাস্টার্স (নিয়মিত)/প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার সত্যায়িত জমা নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামার কপি ও রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

 

চুড়ান্ত ভর্তির আবেদন ফরমের একটি কপি সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তারিখসহ স্বাক্ষর ও সীল দিয়ে শিক্ষার্থীকে ফেরত দিবে।

আরও পড়ুন:

 

মাস্টার্স ভর্তি হতে কত ফি/টাকা লাগবে?

  • সরকারি কলেজে সর্বোচ্চ ৫০০০/- (কম বেশি হতে পারে)
  • বেসরকারি কলেজে ১০-২০ হাজার টাকা (কম বেশি হতে পারে)

 

img20220928-14132858-1-page-001-1

 

মাস্টার্স ভর্তি হতে যে সব কাগজপত্র লাগবে:

  • এডমিশন ওয়েবসাইট থেকে পূরণকৃত চূড়ান্তফর্ম। (এডমিশন ওয়েবসাইটে লগইন করে নিতে হবে)
  • কলেজের ভর্তির ফর্ম। (কলেজ নোটিশে পাবেন)
  • এসএসসি,এইচএসসি, অনার্স/মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা পাশের রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি ০২ সেট।
  • এসএসসি,এইচএসসি, অনার্স/মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা পাশের মূল মার্কসিট/সনদের সত্যায়িত ফটোকপি ০২ সেট।
  • ভর্তির ফি। (সরকারি কলেজে ৫০০০/- এর মধ্যে)
  • প্রাথমিক আবেদন ফর্ম। (যেসব কলেজে প্রাথমিক আবেদন ফর্ম জমা নেয়নি তাদের জন্য প্রযোজ্য)
  • ডিগ্রি/অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পাশের মূল মার্কশীট/সনদপত্র এবং ২ কপি করে ফটোকপি।
  • ডিগ্রি/অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল এবং ২ কপি করে ফটোকপি।
  • কলেজভেদে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
  • কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।

মাস্টার্স নিয়মিত ভর্তির মেধা তালিকায় চান্স না পাইলে করণীয়:

যারা মাস্টার্স ভর্তির মেধা তালিকায় চান্স পাবেনা তাদের জন্য পরবর্তীতে আসন খালি থাকা সাপেক্ষে ২য় মেধা তালিকা প্রকাশ হবে৷ এর পর কোটা ও রিলিজ স্লিপ দিবে। রিলিজ স্লিপের আবেদনের পূর্বে কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে।

যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পাবে না, ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না,সে সকল আবেদনকারী শূন্য আসন সাপেক্ষে তিনটি কলেজে আলাদাভাবে বিষয় নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।

 

img20220928-14132858-1-page-001

img20220928-14132858-1-page-002

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন ২০২২

অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২৪ – NU Honours 1st Year Routine 2024 pdf Download

২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে …