বরাবরের মত এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
অন্যবছর ফল প্রকাশের সময় কলেজে কলেজে আনন্দ উৎসবে মাতে শিক্ষার্থীরা। এবার করোনাভাইরাসের মহামারীর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হতে নিষেধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এইচএসসির ফল জানতে যে কোনো মোবাইল থেকে এসএমএস অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
আলিমের ফল পেতে Alim লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
For HSC Results by SMS 2022:
- HSC<space>First three letters of board <space>Roll<space> Year and send it to 16222.
Example:
HSC DHA 321654 2022 Send to 16222
For Madrasha board Results by SMS 2022:
- Alim <space>Mad<space>Roll<space> Year and send to 16222
Example:
Alim Mad 1234856 and send to 16222
For Technical Board Results by SMS 2022:
- HSC<space>Tec<space>Roll<space> Year and send to 16222
Example:
HSC TEC 123456 and send to 16222
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!