SMS-এ এইচএসসি ফলাফল ২০২৪ | এসএমএস (SMS) এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফলাফল আগামী ১৫ অক্টোবর ২০২৪ সকাল ১১.০০টায় স্ব স্ব শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হবে। বেলা ১১.০০ টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ সাংবাদিকদের কাছে ফলাফলের পরিসংখ্যান বিতরণ করবেন। শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইট হতে এবং এসএমএস এর মাধ্যমে পরীক্ষার্থীরা সকাল ১১.০০টায় ফলাফল জানতে পারবে। ফলাফল প্রকাশ হওয়ার পর একযোগে কলেজে, পরীক্ষার কেন্দ্রে, বরিশাল শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এবং Android Mobile Phone- এ Apps ব্যবহার করে ফলাফল দেখা যাবে ।

HSC ফলাফল সকল বোর্ড ২০২৪

বরিশাল বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
ঢাকা বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
চট্টগ্রাম বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
সিলেট বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
কুমিল্লা বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
মাদ্রাসা বোর্ড  আলিম ফলাফল ২০২৪ Check Results
দিনাজপুর বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
রাজশাহী বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
ময়মনসিংহ বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
টেকনিক্যাল বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
যশোর বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results

ফোন নম্বর দিয়ে এইচএসসি রেজাল্ট চেক?

বরাবরের মত এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।  এইচএসসির ফল জানতে যে কোনো মোবাইল থেকে এসএমএস অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৪ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

SMS এর মাধ্যমে HSC রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম:

এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফল আগামী ১৫ অক্টোবর সকাল ১১ঃ০০ টায় প্রকাশ করা হবে। ফলাফল জানা যাবে স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে এবং SMS পাঠিয়ে। HSC Result যেকোনো সিম অপারেটর এ দেখা যায়। কিন্তু ফিরতি SMS পেতে কিছুটা দেরী হতে পারে তবে টেলিটক সিম হলে সব চেয়ে দ্রুত পাবেন ফিরতি SMS।
 

সকল বোর্ডের প্রথম ৩ অক্ষর

  1. মাদ্রাসা বোর্ডের জন্য: MAD
  2. টেকনিক্যাল বোর্ডের জন্য: TEC
  3. ঢাকা বোর্ডের জন্য: DHA
  4. বরিশাল বোর্ডের জন্য: BAR
  5. যশোর বোর্ডের জন্য: JAS
  6. সিলেট বোর্ডের জন্য: SYL
  7. ময়মনসিংহ বোর্ডের জন্য: MYM
  8. দিনাজপুর বোর্ডের জন্য: DIN
  9. চট্টগ্রাম বোর্ডের জন্য: CHI
  10. রাজশাহী বোর্ডের জন্য: RAJ
  11. কুমিল্লা বোর্ডের জন্য: COM

যেভাবে রেজাল্ট দেখবেন:

  • HSC <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 202৪ টাইপ করে পাঠাবেন 16222 নাম্বারে।
  • উদাহরন: “HSC DHA 344354 2024” লিখে পাঠাবেন 16222 নাম্বারে।
  • যেমন, ঢাকা বোর্ডের জন্য DHA এবং অন্য সকল বোর্ডের জন্য বোর্ডের প্রথম ৩ টি অক্ষর বসাতে হবে।
  • Board এর জায়গায় নিজের বোর্ডের প্রথম ৩ অক্ষর দেওয়ার পর নিজের রোল নাম্বার দিবেন।
  • এরপর ২০২৪ সালের পরিক্ষার্থী হওয়ায় ২০২৪ লিখে সেন্ড করে দিবেন ১৬২২২। ফিরতি এস এম এস এ আপনার রেজাল্ট জানিয়ে দিবে।
  • উদাহরন: “HSC DHA 344354 2024 পাঠাবেন 16222 নাম্বারে।

 

ঢাকা বোর্ড SMS-এ এইচএসসি ফলাফল দেখার পদ্ধতি ২০২৪

পরীক্ষার ফল প্রকাশের পর SMS-এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে: HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

যশোর বোর্ড SMS-এ এইচএসসি ফলাফল দেখার পদ্ধতি ২০২৪

পরীক্ষার ফল প্রকাশের পর SMS-এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে: HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC JES 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

রাজশাহী বোর্ড SMS-এ এইচএসসি ফলাফল দেখার পদ্ধতি ২০২৪

পরীক্ষার ফল প্রকাশের পর যেকোন মোবাইল নম্বর থেকে SSC Board Name (1st 3 Letters) <> Roll <> Year লিখে 16222 এ SMS এর মাধ্যমে ফল জানা যাবে। পুন:নিরীক্ষণের জন্য SMS এর মাধ্যমে ১৬/১০/২০২৪ তারিখ থেকে ২২/১০/২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি টেলিটক বাংলাদেশ লি./শিক্ষা বোর্ড প্রদত্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

দিনাজপুর বোর্ড SMS-এ এইচএসসি ফলাফল দেখার পদ্ধতি ২০২৪

পরীক্ষার ফল প্রকাশের পর যেকোন মোবাইল নম্বর থেকে SSC Board Name (1st 3 Letters) <> Roll <> Year লিখে 16222 এ SMS এর মাধ্যমে ফল জানা যাবে। পরীক্ষার ফল প্রকাশের পর SMS-এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে: HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC DIN 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

কুমিল্লা বোর্ড SMS-এ এইচএসসি ফলাফল দেখার পদ্ধতি ২০২৪

পরীক্ষার ফল প্রকাশের পর যেকোন মোবাইল নম্বর থেকে HSC< >Board Name (1st 3 letters) <>Roll< >Year লিখে 16222 এ SMS এর মাধ্যমে ফল জানা যাবে । উদাহরণ : HSC Com/Cum 606884 2024 লিখে SEND to 16222

সিলেট বোর্ড SMS-এ এইচএসসি ফলাফল দেখার পদ্ধতি ২০২৪

পরীক্ষার ফল প্রকাশের পর SMS-এর মাধ্যমে নিম্নলিখিত উপায়ে ফল সংগ্রহ করা যাবে – HSC <Space> Board Name (First 3 Letters) <Space> Roll <Space> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে । উদাহরণ: HSC SYL 123456 2024 Send to 16222

ময়মনসিংহ বোর্ড SMS-এ এইচএসসি ফলাফল দেখার পদ্ধতি ২০২৪

পরীক্ষার ফল প্রকাশের পর SMS-এর মাধ্যমে নিম্নলিখিত উপায়ে ফল সংগ্রহ করা যাবে – HSC <Space> Board Name (First 3 Letters) <Space> Roll <Space> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে । উদাহরণ: HSC Mym 123456 2024 Send to 16222

মাদ্রাসা বোর্ড SMS-এ এইচএসসি ফলাফল দেখার পদ্ধতি ২০২৪

যারা SMS (এসএমএস) এর মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের পূর্বেই নিম্নোক্ত পদ্ধতিতে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। Alim<>Board Name First 3 Latter]<>Roll<> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য- Alim <space> Mad<space>123456 <space> 2024 Send to 16222 ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

টেকনিক্যাল বোর্ড SMS-এ এইচএসসি ফলাফল দেখার পদ্ধতি ২০২৪

পরীক্ষার ফল প্রকাশের পর SMS-এর মাধ্যমে নিম্নলিখিত উপায়ে ফল সংগ্রহ করা যাবে – HSC <Space> Board Name (First 3 Letters) <Space> Roll <Space> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে । উদাহরণ: HSC TEC 123456 2024 Send to 16222

বরিশাল বোর্ড SMS-এ এইচএসসি ফলাফল দেখার পদ্ধতি ২০২৪

যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে- HSC<>Board Name (First 3 Letter) < > Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন: বরিশাল শিক্ষা বোর্ডের জন্য- HSC<>Bar <> Roll <> 2023 Send to 16222 । ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি- রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে। এছাড়াও বরিশাল শিক্ষাবোর্ডে ওয়েবসাইট হতে পরীক্ষার্থীরা বেলা ১১.০০ টায় ফলাফল জানতে পারবে ।

চট্টগ্রাম বোর্ড SMS-এ এইচএসসি ফলাফল দেখার পদ্ধতি ২০২৪

যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে- HSC<>Board Name (First 3 Letter) < > Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য- HSC<>CHI<> Roll <> 2024 Send to 16222 । ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি- রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে। এছাড়াও বরিশাল শিক্ষাবোর্ডে ওয়েবসাইট হতে পরীক্ষার্থীরা বেলা ১১.০০ টায় ফলাফল জানতে পারবে ।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Dhaka Board HSC Result 2023 marksheet with number

HSC Result 2024 Education Board Result Marksheet with Number

HSC Result 2024 All Board With Marksheet. HSC Result 2024 will be released on 15th …