Breaking News

অনার্স ৪র্থ বর্ষের CGPA প্রকাশ ২০২৪

২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল গত ১৭/১১/২০২৪ ইং তারিখে প্রকাশিত হয়েছে। যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং৪র্থ বর্ষের সকল বিষয়ে সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সে সকল পরীক্ষার্থীর চার (০৪) বছরের সমন্বিত ফলাফল (CGPA) অদ্য ২৬/১১/২০২৪ ইং তারিখ দুপুর ১২:০০ টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (result.nu.ac.bd অথবা www.nubd.info/results) তে পাওয়া যাবে।

প্রকাশিত ফলাফলে কোনো গড়মিল পরিলক্ষিত হলে সংশোধনের জন্য আগামী এক মাসের মধ্যে পরীক্ষার্থী সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সহ লিখিতভাবে নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন করতে পারবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।

Honors-4th-Year-CGPA-Release-2024-1

সিজিপিএ রেজাল্ট যারা পেয়েছেনঃ

  • ◾ সিজিপিএ ৩.০০ থেকে ৪.০০ এর মধ্যে = ১ম বিভাগ(ফার্স্ট ক্লাস)
  • ◾সিজিপিএ ২.২৫ থেকে ২.৯৯ এর মধ্যে = ২য় বিভাগ(সেকেন্ড ক্লাস)
  • ◾ সিজিপিএ ২.২৫ এর নীচে = ৩য় বিভাগ(থার্ড ক্লাস)

সদ্য পাস করা অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) আজ ২৬/১১/২০২৪ ইং তারিখ দুপুর ১২:০০ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।সিজিপিএ নোটিশ পোস্ট করার পরই সার্ভার ডাউন। এনইউ রেজাল্ট ওয়েবসাইট এত চাপ নিতে পারে না। অনিদিষ্টকালের জন্য অপেক্ষা করতে হবে। সার্ভার ঠিক হলে আপডেট জানাবো। সিজিপিএ রেজাল্ট দেখা যাচ্ছে। সার্ভার সমস্যার কারণে রেজাল্ট পেতে একটু বিলম্বনা হলেও ধৈর্য্য রেখে চেষ্টা করেন।

সিজিপিএ রেজাল্ট দেখবেন যেভাবেঃ

Honors-4th-Year-CGPA-Release-2024-2

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইটে (results.nu.ac.bd/) প্রবেশ করুন।
  • Honours → Consolidated অপশনে ক্লিক করে আপনার অনার্স ৪র্থ বর্ষের রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার, এক্সাম ইয়ার ২০২২ দিয়ে পূরন করুন।
  • Enter the code above here লেখার নিচে, উপরের বক্সে উল্লেখিত কোড লিখুন।
  • Search result বাটনে ক্লিক করুন। রেজাল্ট পেয়ে যাবেন।
  • সিজিপিএ রেজাল্ট দেখার সার্ভারটি অনেক স্লো। ধৈর্য্য রেখে নিচের লিংকে চেষ্টা করতে থাকুন।

সার্ভার সমস্যা তাই, নিচের লিংকে ক্লিক করে, লিংক  ইডিট করে আপনার রোল এবং রেজি বসাবেন। তারপরে এন্টার বা গো ক্লিক করবেন।

(আর কিছু করবেন না।)

https://www.nu.ac.bd/results/honours/final_year_result_show.php?roll_number=2249526&reg_no=16211343563&exam_year=2020#

 অথবা

https://www.nu.ac.bd/results/ <Consolidated

 

যাদের অন্যান্য বর্ষে ফেইল আছে সেগুলোতে পাস করার পর সিজিপিএ আসবে। রেজাল্ট দেখার নিয়মঃ https://www.nu.ac.bd/results/ <Consolidated

ice-screenshot-20220606-143846

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

অনার্স ৪র্থ বর্ষ পুনঃনিরীক্ষণ বিজ্ঞপ্তি ২০২৪ | জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পুনঃনিরীক্ষণ

অনার্স ৪র্থ বর্ষের (২০১৮-১৯) ফলাফল পুনঃনিরীক্ষণের (Recheck) আবেদনের নোটিশ প্রকাশ হয়েছে। ২০২২ সালের অনার্স ৪র্থ …