২০২২ সালের অনার্স ৩য় বর্ষ (২০১৯-২০) পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে যদিও এখনো নোটিশ প্রকাশ হয়নি, তবে ফলাফল চেক করার ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে! এটা নতুন ঘটনা নয়! বিগত বছরেও এমনটা হয়েছে। তাই যারা প্রয়োজন মনে করবেন রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল চেক করে নিতে পারেন।
দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ! অনার্স ৩য় বর্ষের ফলাফল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। চুপিচুপি ওয়েবসাইটে প্রবেশ করে রেজিষ্ট্রেশন নং দিয়ে ফলাফল চেক করে নিন। ফলাফলের নমুনা নমুনা দেওয়া হলো। রেজাল্ট দেখতে পারবেন এই লিংক থেকে।
বিএ, বিএস এসঃ http://results.nu.ac.bd/
|
|
বিবিএ,বিএসসি,বি মিউজিকঃ https://results.nubd.info/
একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল অদ্য ০৯/১০/২০২৪ তারিখ দুপুর ১২:০০ টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় সারা দেশে ৩৩৯ টি কেন্দ্রের ৮৮০ টি কলেজের ৩১ টি অনার্স বিষয়ে মোট ৩,৪৪,০৮০ (তিন লক্ষ চুয়াল্লিশ হাজার আশি) জন নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গড় উত্তীর্ণের হার ৯৪.৯০%। এ ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (BA & BSS Result: http://results.nu.ac.bd/ এবং B.Sc, BBA & B Music Result : https://results.nubd.info/) এ পাওয়া যাবে।
প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে তা নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কোন প্রকার আপত্তি/অভিযোগ গ্রহণ করা হবে না।
অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৪
অনার্স তৃতীয় বর্ষ ফলাফল দেখার নিয়ম
- Nu result সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করুন।
- http://103.113.200.7/
- Honours → 3rd Year অপশনে ক্লিক করে আপনার অনার্স ৩য় বর্ষের রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার,
- এক্সাম ইয়ার ২০২৩ দিয়ে পূরন করুন।
- Enter the code above here লেখার নিচে বক্সে উপরের বক্সে উল্লেখিত কোড লিখুন।
- Search result বাটনে ক্লিক করুন।
অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ কবে দিবে?
অনার্স ৩য় বর্ষ (২০১৯-২০) আজ অপেক্ষার অবসান হতে চললো। ওয়েবসাইট আপডেট করা হয়েছে।আজকের মধ্যে সুখবর পেতে পারেন ইনশাআল্লাহ। এবার, রেজাল্ট দেখতে রেজিষ্ট্রেশন নং এর সাথে ২ ডিজিটের সাবজেক্ট কোড ও চাইবে। যারা সাবজেক্ট কোড জানেন না তাদের জন্য।
17-PHILOSOPHY
10-BENGALI
11-ENGLISH
15-HISTORY
16-ISLAMIC HISTORY AND CULTURE
18-ISLAMIC STUDIES
19-POLITICAL SCIENCE
20-SOCIOLOGY
22-ECONOMICS
27-PHYSICS
28-CHEMISTRY
30-BOTANY
31-ZOOLOGY
32-GEOGRAPHY AND ENVIRONMENT
34-PSYCHOLOGY
36-STATISTICS
37-MATHEMATICS
23-MARKETING
24-FINANCE & BANKING
25-ACCOUNTING
26-MANAGEMENT