অনার্স ১ম বর্ষের পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন ও উত্তর ২০২২

অনার্স ১ম বর্ষের পরীক্ষার ইম্প্রভমেন্ট সংক্রান্ত তথ্য। এছাড়া আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। এছাড়া কারও জিপিএ বা সিজিপিএ হিসাব না করতে পারলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
  • শুধু C, D বা F পেলে ইম্প্রুভমেন্ট দিতে পারবেন।

 

  • C,D গ্রেডের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট শুধুমাত্র একবার দেয়া যায়। এসব বিষয়ের ইম্প্রুভমেন্ট পরবর্তী বছরেই দিতে হবে না হলে আর সুযোগ দেওয়া হবে না।

 

  • যেসব বিষয়ে Fail রয়েছে সেগুলো বিষয়ে অবশ্যই ইম্প্রুভমেন্ট দিয়ে পাস করতে হবে। Fail করা বিষয় পাস না হওয়া পর্যন্ত একাধিকবার ইম্প্রুভমেন্ট দেওয়া যাবে, রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে।

 

  • C, D প্রাপ্ত একাধিক বিষয় থাকলেও সর্বোচ্চ ২ টি বিষয়ে ইম্প্রুভমেন্ট দেওয়া যাবে৷

 

  • C, D প্রাপ্ত বিষয়ে ইম্প্রভমেন্ট পরিক্ষা দিয়ে গ্রেড উন্নতি করতে না পারলে জিপিএ আগেরটাই বহাল থাকবে।

 

  • ইম্প্রুভমেন্ট দিলে আপনার সার্টিফিকেটে কোনো প্রকার ইরেগুলার লেখা থাকবে না।

 

  • এক/একাধিক বিষয়ে F/C/D পাইসি। ইমপ্রুব কয়টা সাবজেক্টে দেয়া যাবে?
    F গ্রেড সবগুলো, D/C যেকোনো ২টা।

 

  • D/C পেলে কি ইমপ্রুব দিতেই হবে? না। আপনার অভিরুচি। দিলে ভালো না দিলে নাই।

 

  • ভালো পরীক্ষা দিসি তবু আশানুরূপ ফলাফল পাই নাই, খাতা পুনঃনিরীক্ষণ করতে চাচ্ছি কখন করা যাবে?সামনে সপ্তাহে নোটিশ দিবে। অনলাইন থেকে আবেদন করবেন। ফি ৮০০টাকা প্রতি সাবজেক্ট।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin