অনার্স ১ম বর্ষের পরীক্ষার ইম্প্রভমেন্ট সংক্রান্ত তথ্য। এছাড়া আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। এছাড়া কারও জিপিএ বা সিজিপিএ হিসাব না করতে পারলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
- শুধু C, D বা F পেলে ইম্প্রুভমেন্ট দিতে পারবেন।
- C,D গ্রেডের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট শুধুমাত্র একবার দেয়া যায়। এসব বিষয়ের ইম্প্রুভমেন্ট পরবর্তী বছরেই দিতে হবে না হলে আর সুযোগ দেওয়া হবে না।
- যেসব বিষয়ে Fail রয়েছে সেগুলো বিষয়ে অবশ্যই ইম্প্রুভমেন্ট দিয়ে পাস করতে হবে। Fail করা বিষয় পাস না হওয়া পর্যন্ত একাধিকবার ইম্প্রুভমেন্ট দেওয়া যাবে, রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে।
- C, D প্রাপ্ত একাধিক বিষয় থাকলেও সর্বোচ্চ ২ টি বিষয়ে ইম্প্রুভমেন্ট দেওয়া যাবে৷
- C, D প্রাপ্ত বিষয়ে ইম্প্রভমেন্ট পরিক্ষা দিয়ে গ্রেড উন্নতি করতে না পারলে জিপিএ আগেরটাই বহাল থাকবে।
- ইম্প্রুভমেন্ট দিলে আপনার সার্টিফিকেটে কোনো প্রকার ইরেগুলার লেখা থাকবে না।
-
এক/একাধিক বিষয়ে F/C/D পাইসি। ইমপ্রুব কয়টা সাবজেক্টে দেয়া যাবে?F গ্রেড সবগুলো, D/C যেকোনো ২টা।
-
D/C পেলে কি ইমপ্রুব দিতেই হবে? না। আপনার অভিরুচি। দিলে ভালো না দিলে নাই।
-
ভালো পরীক্ষা দিসি তবু আশানুরূপ ফলাফল পাই নাই, খাতা পুনঃনিরীক্ষণ করতে চাচ্ছি কখন করা যাবে?সামনে সপ্তাহে নোটিশ দিবে। অনলাইন থেকে আবেদন করবেন। ফি ৮০০টাকা প্রতি সাবজেক্ট।