SMS এর মাধ্যমে HSC রেজাল্ট ২০২৪ | Website থেকে HSC রেজাল্ট যেভাবে দেখবেন

SMS এর মাধ্যমে HSC রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম:  HSC Result যেকোনো সিম অপারেটর এ দেখা যায়। কিন্তু ফিরতি SMS পেতে কিছুটা দেরী হতে পারে তবে টেলিটক সিম হলে সব চেয়ে দ্রুত পাবেন ফিরতি SMS। ঢাকা বোর্ডের জন্য DHA এবং অন্য সকল বোর্ডের জন্য বোর্ডের প্রথম ৩ টি অক্ষর বসাতে হবে। সকল বোর্ডের প্রথম ৩ অক্ষর নিচে দেওয়া আছে দেখে নিতে পারেন। Board এর জায়গায় নিজের বোর্ডের প্রথম ৩ অক্ষর দেওয়ার পর নিজের রোল নাম্বার দিবেন। এরপর ২০২৪ সালের পরিক্ষার্থী হওয়ায় ২০২৪ লিখে সেন্ড করে দিবেন। ফিরতি এস এম এস এ আপনার রেজাল্ট জানিয়ে দিবে। 

যেভাবে রেজাল্ট দেখবেন:

  • HSC <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 202৪ টাইপ করে পাঠাবেন 16222 নাম্বারে।
  • উদাহরন: “HSC DHA 344354 2024” লিখে পাঠাবেন 16222 নাম্বারে।
  • মাদ্রাসা বোর্ড এর জন্য: MAD
  • টেকনিক্যাল বোর্ড এর জন্য: TEC

Website থেকে রেজাল্ট যেভাবে দেখবেন:

রেজাল্ট দেখার জন্য বেশ কিছু সাইট রয়েছে। তার মধ্যে নিচে দেওয়া সাইট গুলোর যেকোনো একটিতে ডুকলে এরকম (ছবিতে লক্ষ্য করুন) ইন্টারফেইস আসবে।

এবার দেখে নেওয়া যাক কোথায় কি বসাবেন:

  • Examination : এখানে HSC/DHAKHIL/EQUIValent সিলেক্ট করবেন।
  • Year: এখানে আপনি যে সনের পরিক্ষার্থী সে সন দিবেন। [ অর্থাৎ ২০২৪]
  • Borad: এখানে আপনি যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ড সিলেক্ট করবেন।
  • Result Type: এখানে Individual Result সিলেক্ট করবেন।
  • এরপর আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন।
  • Security Key: এখানে একটা ক্যাপচা দিবে। ক্যাপচা হালকা এবং অস্পষ্ট ভাবে 4 টি ডিজিট লেখা থাকবে। সেটা ভালো করে দেখে শূন্যস্থানে বসিয়ে Get Result এ ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে।

    কোনো ওয়েবসাইটে ক্যাপচার যায়গায় যোগ করতে বলবে। অর্থাৎ 2+4 =? এরকম থাকবে।

সেক্ষেত্রে আপনারা যোগফল বসিয়ে Get result / Submit অপশনে ক্লিক করলেই আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Dhaka Board HSC Result 2023 marksheet with number

HSC Result 2024 by SMS | How to get the HSC 2024 results via SMS?

HSC Result 2024 by SMS. HSC Exam Result Release Notice 2024. All concerned are hereby …