গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল জানতে চাচ্ছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট: সর্বপ্রথম: গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। সাধারণত নিয়োগ সংক্রান্ত সকল আপডেট ও ফলাফল এখানেই প্রকাশ করা হয়। নোটিশ বোর্ড: ওয়েবসাইটের নোটিশ বোর্ড বা নিয়োগ বিজ্ঞপ্তি বিভাগে গিয়ে সর্বশেষ আপডেটগুলো দেখুন। ফলাফল ডাউনলোড: যদি ফলাফল প্রকাশিত হয়ে থাকে, তাহলে সেখান থেকে ফলাফল ডাউনলোড করে নিজের রোল নম্বর বা নাম অনুযায়ী খুঁজে নিন।
জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধার রাজস্ব প্রশাসনের ‘অফিস সহায়ক’ পদের নিয়োগ ফলাফল। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাইবান্ধা জেলার রাজস্ব প্রশাসনাধীন ২০তম গ্রেডভুক্ত অফিস সহায়ক পদে ৫৫জন জনবল নিয়োগের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে লিখিত পরীক্ষা ২৫/১০/২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফল প্রার্থীদের মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং www.gaibandha.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি এবং ফলাফল জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধার ওয়েবসাইট www.gaibandha.gov.bd এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধার আওতাধীন রাজস্ব
প্রশাসনের ২০ গ্রেডভুক্ত অফিস সহায়ক ৫৫টি শূন্য পদ পূরণের লক্ষ্যে ২৫/১০/২০২৪ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধার অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল। মৌখিক পরীক্ষার তারিখঃ ২৬ অক্টোবর ২০২৪। জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধার আওতাধীন রাজস্ব প্রশাসনের অধীন ২৫-১০-২০২৪ তারিখের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় অফিস সহায়ক পদের চূড়ান্ত ফলাফল ২০২৪
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধার আওতাধীন রাজস্ব প্রশাসনের ২০তম গ্রেডভুক্ত অফিস সহায়ক ৫৫টি শূন্য পদ পূরণের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।
২। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত সকল তথ্য, ডকুমেন্ট, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদন পত্রের প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে প্রার্থীকে এই শর্তে সাময়িকভাবে সুপারিশ করছে যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সকল তথ্য, ডকুমেন্ট, সনদ ইত্যাদি যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।
৩। সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থিদের পরবর্তীকালে কোন যোগ্যতার বা কাগজপাত্রাদির ঘাটতি ধরা পড়লে; দুর্নীতি, সনদপত্র জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারী আইনে সোপর্দ করা যাবে। চাকরিতে নিয়োগের পর এরুপ কোন তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকরি হতে অব্যাহতিসহ তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীগণ আগামী 03/11/২০২৪ তারিখ পূর্বাহ্নে আবশ্যিকভাবে জেলা প্রশাসক, গাইবান্ধা বরাবর যোগদান করবেন।
৫। যোগদানকৃত প্রার্থীগণকে বিধি মোতাবেক পুলিশ ভেরিফিকেশন ও সংশ্লিষ্ট অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সন্তোষজনক শিক্ষানবিশকাল সম্পন্ন হলে সরকারি চাকরিতে স্থায়ী করা হবে।
৬। প্রকাশিত ফলাফলে কোন উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪
২। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৬/১০/২০২৪ তারিখ দুপুর ০২:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধায় অনুষ্ঠিত হবে।
৩। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে আর কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না, লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে করে নিয়ে আসতে হবে।
৪। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্র ও আনুষঙ্গিক কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
৫। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন টিএ/ডিএ দেয়া হবে না।