অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান। অনার্স চতুর্থ বর্ষের সিজিপিএ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কিন্তু সিজিপিএ অনেকের ফেইল দেখাচ্ছে অর্থাৎ তারা সিজিপিএ পাননি। যাদের ১ম, ২য় ও ৩য় বর্ষে ফেল বা রিটেক রয়েছে তারা অনার্সের সিজিপিএ পাবেন উক্ত রেজাল্ট পাবলিশ হবার পর। ইম্প্রুভের রেজাল্ট পাবলিশ হবার পর আপনার অনার্সের রেজাল্ট সমন্বয় হয়ে সিজিপিএ আবার প্রকাশ করবে।
সিজিপিএঃ Honours 4th Year CGPA Result 2024
অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ রেজাল্ট যারা পেয়েছেনঃ
- সিজিপিএ ৩.০০ ~ ৪.০০ এর মধ্যে = (First Class)
- সিজিপিএ ২.২৫ ~ ২.৯৯ এর মধ্যে = (Second Class)
- সিজিপিএ ২.২৫ এর নীচে = (Third Class)
অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান ২০২৪
সিজিপিএ না আসার কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষে এক বা একাধিক বিষয়ে ফেল থাকার কারণে। আপনার যদি কোন ইয়ারে বা কোন বর্ষে যদি ফেল থাকে তাহলে, আপনি সিজিপিএ পাবেন না। সেক্ষেত্রে আপনার পাস করতে হবে এরপর আপনি সিজিপিএ পাবেন।
মনে করুন আপনার প্রথম বর্ষে একটি বিষয়ে ফেল রয়েছে। সেক্ষেত্রে আপনার পরীক্ষা দিয়ে পাশ করার পরে আপনার সিজিপিএ অটোমেটিক এক মাসের মধ্যে আপডেট হয়ে যাবে। দ্বিতীয় বর্ষে আপনার একটি বিষয় বা একাধিক বিষয়ে ফেল রয়েছে সেক্ষেত্রে দ্বিতীয় বর্ষে আপনার পাশ করার পরে আপনার সিজিপিএ আপডেট হবে আর যদি এভাবে তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষে ফেল থাকে সেক্ষেত্রে আপনার পাশ করার পরে সিজিপিএ আসবে।
যাদের ইংরেজি কম্পলসারি রয়েছে তাদের অবশ্যই ইংরেজি আবশ্যিক বিষয় শুধুমাত্র পাস করতে হবে। এখানে কোন গ্রেড কাউন্ট হবে না। এখানে পাশ মার্ক ৪০। অনেকেই ভাবতে পারেন যে আমি পাশ করব না বা আমার রেজিস্ট্রেশন এর মেয়াদ যতদিন রয়েছে তার ভেতরে আমি পাশ করব না। সে ক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর ডিগ্রী সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে মাস্টার্স করার জন্য দুই বছর পড়তে হবে।
আপনার সব বিষয়ে পাশ করার পরে দৌড়াদৌড়ি জাতীয় বিশ্ববিদ্যালয় কোন দরখাস্ত করার দরকার নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার সিজিপিএ আপডেট করে দিবে। এরপর আপনি মাস্টার্স এর আবেদন করতে পারবেন। আবার অনেকেই বলতে পারেন যে আমার একটি বিষয়ে ফেল রয়েছে। আমার সিজিপিএ ফেল দেখাচ্ছে আমি সেক্ষেত্রে কি মাস্টার্স এর আবেদন করতে পারবে কিন্তু না সে ক্ষেত্রে মাস্টার্স আবেদন করতে পারবে না।
একটা কথা মনে রাখবেন কিছু কুচক্রী মহল বলতে পারে যে আমি আপনার সিজিপিএ আপডেট করে দেবো। আপনার সাবজেক্ট পাশ করিয়ে দিব।
আসলে এগুলা ভুয়া। জাতীয় বিশ্ববিদ্যালয় সবকিছু এখন অনলাইনে, আর আপনি যদি মনে করেন যে কাউকে এভাবে টাকা দেন বা প্রতারণার শিকার হন।
সেক্ষেত্রে আপনি থানায় জিডি করতে পারেন। সুতরাং অন্যায়ের আশ্রয় নিবেন না।