বিষয় : ৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) সময়সূচি, আসন ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশনা ৷ ৯.৩০ মিনিটে হলের গেট (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের) বন্ধ হয়ে যাবে। ৯.৩০ মিনিটের পর কাউকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না। ‘সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা আবশ্যক। লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর হবে ৫০%। লিখিত পরীক্ষায় কোন বিষয়ে ৩০% নম্বরের কম পেলে সে নম্বর মোট নম্বরের সাথে যোগ হবে না।
আরও পড়ুনঃ
৪৬তম বি সি এস লিখিত পরীক্ষার কেন্দ্র তালিকা ২০২৫
৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) সময়সূচি, আসন ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশনা।








৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তানুযায়ী ২৬.০৪.২০২৪ তারিখে অনুষ্ঠেয় প্রিলিমিনারি টেস্টে (MCQ Type) বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোন ডিভাইস, গহনা ও ব্যাগসহ পরীক্ষা হলে প্রবেশ করা নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ মর্মে নিম্নবর্ণিত বিষয়গুলো ইতঃপূর্বে প্রার্থীদেরকে জানিয়ে দেয়া হয়েছে। পরীক্ষা হলে বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোন ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোন প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।
আরও পড়ুন:
৪৬তম বি সি এস পরীক্ষার কেন্দ্র তালিকা ২০২৪ – 46th BCS Exam Center List










পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সাথে না আনার জন্য সকল প্রার্থীর মোবাইল ফোনে এস.এম.এস. প্রেরণ করা হবে। এস.এম.এস. বার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে। পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোন আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোন ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বাহ্ণে কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে। পরীক্ষার হলে কোন প্রার্থীর নিকট বর্ণিত নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স,যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ কর্ম কমিশন আইন-২০২৩ অনুযায়ী ভবিষ্যতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক গৃহীতব্য সকল নিয়োগ পরীক্ষার জন্য উক্ত প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। সকাল ৯.৩০ মিনিটের মধ্যে সকল প্রার্থী হলে প্রবেশ করবেন। উল্লেখ্য ৯.৩০ মিনিটের পর পরীক্ষার হলে প্রবেশের সকল গেট/ফটক বন্ধ থাকবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.