৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষার ফলাফল। বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণে ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে [provisionally ] ১১৭৩২ জন প্ৰাৰ্থী উত্তীর্ণ হয়েছেন। সাময়িকভাবে [provisionally] উত্তীর্ণ প্রার্থীদের [সাধারণ ক্যাডার, সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার, কারিগরি/পেশাগত ক্যাডার] রেজিস্ট্রেশন নম্বর [মেধাক্রম অনুযায়ী নয়] নিম্নে উল্লেখ করা।
৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। এরপর গত বছরের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন।