৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষার (MCQ Type) ফলাফল।বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ (সংশোধিত-২০২৫) অনুসরণে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের লক্ষ্যে ৪৮তম বিসিএস পরীক্ষা ২০২৫ এর লিখিত (MCQ Type) পরীক্ষায় নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণ সাময়িকভাবে (provisionally) উত্তীর্ণ হয়েছেন (মেধাক্রম অনুযায়ী নয়)।
৪৮ তম বিসিএস (বিশেষ) ফলাফল ২০২৫

সম্পূর্ণ ফলাফল
প্রকাশিত ফলাফলে পরবর্তীকালে যে কোন বিধিসম্মত কারণে সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে। পরবর্তীকালে কোনো সময় কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে, চাহিদাকৃত কাগজপত্রাদির ঘাটতি থাকলে, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোনো জাল সার্টিফিকেট দাখিল করলে, অসদুপায় অবলম্বন করলে, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর অসম্পূর্ণতা (Substantively Incomplete) থাকলে বা দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা হলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ কমিশন কর্তৃক অনুষ্ঠেয় পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা যাবে। এমনকি, সার্ভিসে নিয়োগের পরও উক্তরূপ কোনো তথ্য প্রকাশ ও তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি হতে বরখাস্তকরণ ছাড়াও তার বিরুদ্ধে বিধিসম্মত/আইনানুগ যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
উল্লিখিত ফলাফল কমিশনের www.bpsc.gov.bd এবং Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তাছাড়া Teletalk BD Ltd. এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো মোবাইল হতে sms করে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত (MCQ Type) পরীক্ষার ফলাফল জানা যাবে।
- Format : PSC<Space>48<Space> Registration Number লিখে 16222-তে পাঠাতে হবে। ফিরতি Message Registration Number Passed for General Cadres/ General and Technical-Professional Cadres/Technical Cadres অথবা Failed হিসেবে ফলাফল পাওয়া যাবে।
- Example : PSC 48 123456 Send to 16222.
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষায় (MCQ Type) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ আগস্ট/২০২৫ তারিখ থেকে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা এবং কমিশনের ওয়েবসইটে প্রকাশ করা হবে। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা -২০২৫ এর লিখিত পরীক্ষায় (MCQ Type) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা, কিংবা ৪৭তম বিসিএস এ আবেদন করেছেন তাদেরকে আবশ্যিকভাবে নিম্নোক্ত গুগল ফর্ম এর মাধ্যমে ফর্মে চাহিত তথ্যাদি (ইংরেজিতে) সঠিকভাবে পূরণপূর্বক আগামী ২৩.৭.২০২৫ তারিখের মধ্যে দাখিল করতে হবে
Campustimesbd.com Jobs and Education news update regularly.