আবহাওয়া বিজ্ঞান সাবজেক্ট রিভিউ | Meteorology Subject Review

সাবজেক্ট রিভিউ: আবহাওয়া বিজ্ঞান (Meteorology) – আবহাওয়াবিজ্ঞান মুলত ম্যাথমেটিক্যাল এপ্লাইড সাব্জেক্ট, যাদের ফিজিক্স ম্যাথ এর প্রতি ভালো দক্ষতা এবং ভালোলাগা আছে, এবং যারা বৈশ্বিক উষ্ণায়নের এই যুগে আবহাওয়া নিয়ে গবেষণা ও কাজ করতে আগ্রহী এই সাব্জেক্ট টি তাদের জন্যই। আবহাওয়াবিজ্ঞান হল বায়ুমন্ডলের বৈজ্ঞানিক অধ্যয়ন। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভৌত, গতিশীল এবং রাসায়নিক অবস্থার সাথে সম্পর্কিত । আবহাওয়াবিদরা আবহাওয়ার ধরণ, ঝড়ের পূর্বাভাস এবং জলবায়ু পরিবর্তন অধ্যয়নের জন্য বায়ুমণ্ডল সম্পর্কে তাদের জ্ঞান ব্যবহার করেন।

বাংলাদেশে আবহাওয়াবিজ্ঞানঃ বাংলাদেশে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়েই ২০২০-২১ সেশন থেকে অনার্স করানো হচ্ছে এই সাবজেক্টে।

ফ্যাকাল্টিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের- Faculty of Earth and Environmental Sciences এর অধীনে আবহাওয়া বিজ্ঞান ডিপার্টমেন্ট

ডিপার্টমেন্টে যে সকল ফ্যাসিলিটিজ রয়েছে-

  • ১।প্রযুক্তিগত সুব্যবস্থাসম্পন্ন শ্রেণিকক্ষ,
  • ২।হাই পারফর্মেন্স কম্পিউটার সুবিধা,
  • ৩। গবেষণাগার,
  • ৪।উন্নতমানের ইনস্ট্রুমেন্টসমৃদ্ধ ফিজিক্স ল্যাব,
  • ৫।ফ্লুইড ল্যাব,
  • ৬।অ্যাটমোসফিরিক অবজারবেটরি
  • ৭। সমৃদ্ধ লাইব্রেরী।
  • ৮।স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন।

প্রোগ্রামঃ

১। অনার্সঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি ৮ টা সেমিস্টারের ১৩৪ ক্রেডিটের একটি প্রোগ্রাম
২। মাস্টার্সঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ টা সেমিস্টারের ৫৩ ক্রেডিটের একটি প্রোগ্রাম
৩। পিএইচডি এবং মাস্টার্সঃ
• Bangladesh Agricultural University (Master’s in Agrometeorology)
• MIT- Atmospheric Sciences ( Master’s and Ph.D)-USA
• University of Reading (Master’s and Ph.D)-UK
• University of Birmingham (Master’s and Ph.D.)- USA
• The University of Arizona (Master’s and Ph.D)-Spain
• Central University of Rajasthan (Hon’s, Master’s, and Ph.D)- India
• Tribhuvan University (Master’s)- Nepal
• University of Tokyo (Hon’s,Master’s and Ph.D)- Japan

গবেষণার ক্ষেত্রঃ

১) হাইড্রোমিটিওরোলজি
২) অ্যাগ্রোমিটিওরোলজি
৩) ট্রপিক্যালমিটিওরোলজি
৪) নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন সিস্টেম
৫) রাডার এন্ড স্যাটেলাইট মিটিওরোলজি
৬) ক্ল্যাইমেটোলোজি এন্ড ক্ল্যাইমেট চেইঞ্জ
৭) এভিয়েশন মিটিওরোলজি

ক্যারিয়ারঃ

১।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে এন্ট্রি লেভেলে সাধারণত সহকারী আবহাওয়াবিদ নিয়োগ দেয়া হয়ে থাকে।

২।পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করে এমন বেসরকারি প্রতিষ্ঠানেও গবেষক হিসাবে কাজ করার সুযোগ রয়েছে।

৩।পূর্বাভাসের কাজে প্রাইভেট সেক্টরে, যেমন বিমান সংস্থা, এনভায়রনমেন্টাল কনসালটেন্সি সেবাদানকারী সংস্থা বা রেডিও-টেলিভিশন চ্যানেলে আবহাওয়াবিদ হিসাবে যোগদান করা সম্ভব।

৪।বাহিরে স্কলারশিপের ক্ষেত্রেও রয়েছে অবর্নণীয় সুযোগ।

৫। বিসিএস, ব্যাংক ও সরকারী ১ম, ২য় শ্রেনীর সব জায়গায় আবেদন করতে পারবেন।

৬। NOAA/NWS: National Oceanic and Atmospheric Administration’s (NOAA) National Weather Service (NWS) হল সবচেয়ে বড় আবহাওয়াবিদ নিয়োগকারী। NWS বছরে 50-75 জন নতুন আবহাওয়াবিদ নিয়োগ করে। NWS বর্তমানে প্রায় 4600 জন লোক নিয়োগ করে, যার মধ্যে প্রায় 3600 জন আবহাওয়াবিদ।

৭।অন্যান্য NOAAঃ আবহাওয়াবিদদের জন্য বেসামরিক ফেডারেল সেক্টরে NWS একমাত্র বিকল্প নয়। ন্যাশনাল ওশান সার্ভিস, দ্য অফিস অফ অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চ, ন্যাশনাল এনভায়রনমেন্টাল স্যাটেলাইট, ডেটা এবং ইনফরমেশন সার্ভিস এবং অফিস অফ প্রোগ্রাম প্ল্যানিং অ্যান্ড ইন্টিগ্রেশন সহ অন্যান্য সংস্থাগুলি NOAA-এর মিশনের ভবিষ্যদ্বাণী এবং সমুদ্র ও বায়ুমণ্ডলীয় কার্যকলাপ এবং স্টুয়ার্ডশিপ পর্যবেক্ষণে সমর্থন করার জন্য আবহাওয়াবিদ নিয়োগ করে।

৮।Armed Services: বিমান বাহিনী এবং নৌবাহিনীতে আবহাওয়াবিদদের প্রয়োজন রয়েছে। চাকরির অবস্থান বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

৯।মিডিয়া: সবাই সম্ভবত একটি টেলিভিশন (টিভি) আবহাওয়াবিদ দেখেছেন। তারা ছোট, মাঝারি এবং বড় বাজারে কাজ করে। ক্রমবর্ধমান সংখ্যক টিভি স্টেশনে স্টেশনের বাজারের আকারের উপর নির্ভর করে স্টেশনে কমপক্ষে একজন আবহাওয়াবিদ থাকে এবং প্রোগ্রাম ম্যানেজার দ্বারা আবহাওয়াবিদ (বনাম আবহাওয়াবিদ) নিয়োগে আগ্রহ থাকে।

১০।একাডেমিয়াঃ আবহাওয়াবিদরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষক, গবেষক এবং অধ্যাপক হিসাবে নিযুক্ত হন

 

ইতিমধ্যেই বাংলাদেশ সরকার “বঙ্গবন্ধু স্যাটেলাইট -২” উৎক্ষেপনের উদ্যোগ নিয়েছে। যার কাজ হবে মূলত আবহাওয়া বিষয়ক। সুতরাং এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে “আবহাওয়া বিজ্ঞান” সাবজেক্টের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে যে একটি নতুন দ্বার উন্মোচিত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আবহাওয়াবিজ্ঞান বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, SPARRSO ছাড়াও দেশ-বিদেশের অনেক বিশিষ্ট প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় যেমন- University of Reading (UK), University of Nebraska-Lincoln (USA), University of Rajasthan (India), Tribhuvan University (Nepal) এর সাথে সহযোগিতায় নিরলস ভাবে কাজ করে চলেছে।

-আবহাওয়া বিজ্ঞান বিভাগ
– ঢাকা বিশ্ববিদ্যালয়

লেখনী ও সম্পাদনায়
-মাজেদুল আমিন শাফী
-রাদিয়া তাসনীম এশা
-অপরূপা মিয়াজী
অনার্স -২য় ব্যাচ ( ২০২১-২০২২ সেশন)

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

গণিত কেন পড়ব - গণিত নিয়ে কিছু কথা

গণিত কেন পড়ব – গণিত নিয়ে কিছু কথা

গণিত কেন পড়ব – গণিত নিয়ে কিছু কথা। স্কুল জীবনে সবাই মোটামুটি একটি কমন রচনা …