Math preparation for bank job in Bangladesh

যদি আপনি ব্যাংকার হতে চান আপনাকে অবশ্যই Math এ ভালো হতে হবে। Math এ ভালো না লাগলে আজকেই ব্যাংক জব এর আশা বাদ দিন অন্য কোন জব এর জন্য Try করেন। Banker হতে হলে Math এর দুর্বলতা দূর করতেই হবে। আমার মনে হয় এটাই প্রথম ও প্রধান সর্ত। আমি শুরুর দিকে ১০/১২ টা ব্যাংক এ সব ভালো করেও Math এ ভালো না করার জন্য, আমার সব ফ্রেন্ড জব পেল আর আমি বারবার ফেইল মারতে থাকলাম।

প্রতিদিন ৩/৪ ঘণ্টা করে Math practice করতে হবে, আমি তাই করতাম। আপনি Math পারেন, Practice করা লাগবে না, আমি Science এর Student সব Math পারি। এই সব ভুল চিন্তা বাদ দেন অনেক ভালো Student ও Math Practice না করার কারনে XM hall এ Math ভুল করে। তাই নিয়মিত Practice করুন। একটানা ৩/৪ মাস Practice করেই দেখুন, দেখবেন আপনি সব Math করতে পাচ্ছেন। বেশি না পারলে দৈনিক ৫০/৬০ Math Practice করুন। তিন মাসে ৪৫০০ Math Practice করলে আর কি Math থাকে। প্রতিটা Math দুই বার করে করবেন।

প্রথমেই আমাদেরকে জানতে হবে সরকারী ব্যাংক এর প্রশ্ন কে কে করে।

আমার জানা মতে Social Science (DU), Economics (DU), Finance and Banking Department (DU) সরকারী ব্যাংক এর প্রশ্ন করে। আর IBA,BIBM,F&B (DU), E-zone,BUP এই প্রতিষ্ঠান গুলো করে বেসরকারি ব্যাংক এর প্রশ্ন।

Basic Book for MCQ Math: ( Step by step practice করবেন)

  • 1. Professor Bankers Recruitment Text (MCQ Math Part with basic rules)
  • 2. IBA MBA Year Question Solution (Especially For Private Bank)
  • 3. Indiabix (Website) (IBA এই Website follow করে, Especially For Private Bank)
  • 4. Year question solution 2012-2017 (আমি ২০০৪ থেকে ২০১৬ প্রশ্ন সমাধান করেছিলাম)
  • 5. Nova GRE Math (BIBM এই Book follow করে)
  • 6. GMAT (Arithmetic Part: 230 Math Sample Question)
  • 7. Nova GRE Math Bible ( সব কিছু শেষ হলে, এটা Practice করতে পারেন,যদি সময় থাকে)
  • 8. Quantitative Aptitude- RS Aggarwal (Especially For Govt. Bank)
  • (আমি Saifurs MCQ Math Solve করিনি, আমার ভালো লাগেনি, আপনার ভালো লাগলে করতে পারেন)

 

Basic Book for Written Math:

  • 1. Bank Written Math 1986-2016 by Arifur Rahman
  • 2. Saifurs Written Math
  • 3. Professor Bankers Recruitment Text ( Written Math Part)
  • 4. Bank Written Math by Jafar Ansary
  • 5. BCS Written Math Part (Year Question) (For govt. Bank)

ভিন্ন ভিন্ন Website থেকে অনেক সময় প্রশ্ন করতে দেখা গেছে, এই রকম ওয়েবসাইট এর সংখ্যা হাঁতে গুনে শেষ করা যাবে না। আমার পরামর্শ ঐসব ওয়েবসাইট এর পিছে না ছুটে নিজের Math এর Basic Strong করুন।Basic Strong হলে আপনি সব Math পারবেন। Math নিয়ে আপনার চিন্তা ভাবনা রাজ্য বাড়াতে চেষ্টা করুন।একটা Math অনেক ভাবে সমাধান করতে থাকুন। তারপর আপনি নিজেই একদিন Math Genius হয়ে যাবেন। শুধু নিয়মিত Math Practice করবেন। দেখবেন নামক দুর্গটি আপনার কাছে পানি মনে হবে।

Courtesy:
Md. Tanvir Rahman
Trainee Senior Officer
Shahjalal Islami Bank Limited

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

গণিত কেন পড়ব - গণিত নিয়ে কিছু কথা

গণিত কেন পড়ব – গণিত নিয়ে কিছু কথা

গণিত কেন পড়ব – গণিত নিয়ে কিছু কথা। স্কুল জীবনে সবাই মোটামুটি একটি কমন রচনা …