গণিত কেন পড়ব – গণিত নিয়ে কিছু কথা। স্কুল জীবনে সবাই মোটামুটি একটি কমন রচনা ইংরেজীতে লিখেছি আমরা, নাম, “এইম-ইন-লাইফ” , লিখতে গিয়ে আমাদের প্রায় সবারই উত্তর ছিল ডাক্তার হব, গ্রামে গিয়ে জনগণের সেবা করব, বিনা পয়সায় চিকিৎসা করব, অথবা ইন্জিনিয়ার হব, দেশের উন্নয়ন করব।
ক্যারিয়ার নিয়ে আপনার তো হতাশ হওয়ার কোন কারণ দেখি না। প্রথমত গণিত খুব ভালো একটি সাবজেক্ট। আপনি যদি সত্যিই গনিতে ভালো হয়ে থাকেন তবে আমি মনে করি ক্যারিয়ার নিয়ে আপনার দু:শ্চিন্তা করা উচিৎ নয়। পড়াশোনা শেষ করে আপনি বিসিএস দিয়ে সিভিল সার্ভিসে ঢুকতে পারবেন, ব্যাংকজব গুলোতে তো গণিত থেকে পাশ করা ছাত্রদের চাহিদা অনেক। নিজেকে নিজের সাবজেক্টের একজন ভালো স্টুডেন্ট হিসেবে গড়ে তুলুন, এটিই আপনাকে ভবিষ্যতে আপনার ক্যারিয়ার গড়ে দেবে।
আজ আমি দেখাব গণিতের ভবিষ্যত, দেশে ও বিদেশে
গণিত পড়ে দেশেই ভাল কিছু করা যায়। যেমন- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, ব্যাংক, করপোরেট অফিসগুলোতেও গণিতবিদ লাগেই। দেশে এখন ইউজিসির হিসাব অনুযায়ী ২৭ টি সরকারী বিশ্ববিদ্যালয় ও ৫৭ টি বেসরকারী বিশ্ববিদ্যালয় আছে, যেখানে গণিতের শিক্ষক লাগবেই.শিক্ষক সংকটের কারণে বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো সরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হায়ার করে খন্ডকালীন ক্লাসের ব্যবস্থা করতেছে কারণ কোয়ালিটি সম্পন্ন জ্ঞান দান।
কিন্তু এই খন্ডকালীন শিক্ষকের প্রয়োজন হতোনা যদি আমাদের দেশের গণিত নিয়ে পড়ার আগ্রহটা থাকে শুরু থেকেই আমাদের মাঝে, তাহলে রেজাল্ট ভাল হবে, গবেষণা পত্র থাকবে, যখন বিশ্ববিদ্যালয়গুলো দেখবে, মাস্টার্স পাশ একজন ছাত্র রেজাল্ট ভাল সিজিপিএ ৩.৫০ এর উপর, ইন্টারনেশনাল জার্নালে গবেষণাপত্র আছে, তখন লুফে নিবে তাকে। আস্তে আস্তে চাহিদা বাড়বে।
এখন বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে সম্মানীও খারাপ না, লেকচারার পদে ১৮,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত দিয়ে থাকে, এই সম্মানীও বাড়বে ভবিষ্যতে। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপকের বেতন ৪০,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত দেয় পর্যায়ক্রমে এখন, এটাও বাড়বে। তাছাড়া গবেষণা উপস্থাপনের জন্য পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ানোর সুযোগতো থাকছেই, তাও বিনা খরচে অথবা স্বল্প খরচে !!! কিন্তু এর জন্য দরকার মান সম্পন্ন গবেষণা, তাও সেটা হবে তখনই যখন প্রথম বর্ষ থেকেই গণিতের খুঁটিনাটি বিষয়ে সিরিয়াস থাকতে হবে।
এবার আসি, ব্যাংকগুলোতে, হ্যাঁ এটা ঠিক, ব্যাংকগুলোতে ব্যাবসা বিষয়ে যারা পড়ে তাদের প্রাধান্য থাকে, কিন্তু ভাল ভাল ব্যাংকগুলোতে লাখ টাকার সম্মানীতে চাকরী করতেছে গণিতবিদরা।
বিদেশে গণিত পড়লে ভাল চাকরী পাওয়া যায়, তাই সেখানকার ভাল ভাল মেধাবীরা গণিত পড়তে চায়। কথাটা আংশিক সত্য, পরোপুরি না …..
মূলত: গণিত মানেই উন্নত দেশগুলোতে যেটা বুঝানো হয়, গবেষণা, আর গবেষণা বাবদ আছে প্রচুর অর্থ, এটাই চাকরী।
এছাড়া আর সবই আমাদের দেশের মতই এখানেও দেখতেছি আই-আর বিষয় নিয়ে পড়েও ব্যাংক এ চাকরী করতেছে। কিন্তু এদের গণিত পড়ার মূল আগ্রহ থাকে নিজেকে একটু আলাদা করে ভাবতে. গণিত পড়তে পারাটা এদের কাছে বিরাট সম্মানের। অনেকটা আমাদের দেশের ইন্জিনিয়ার বা মেডিকেল এ পড়তে পারার মত। কারণ, এরা অর্থের চাইতে সম্মানটা বড়, হয়ত অর্থ প্রচুর আছে তাই এমন ভাবে, কিন্তু এটা সত্যিই যে, গণিত বিষয়টা খুব কম ছেলে-মেয়েই সিলেক্ট করে। যারা করে তারা আলাদা চিন্তাবীদ।
সে যাকগে, তাতে আমাগো কি?? আমাগো দেখা দরকার ফিউচার ইন বিদেশ, তাই তো ?? তবে বলি, পৃথিবীর সবচাইতে বেশি স্কলারশীপ এখন গণিতের গবেষণায়। বিশেষ করে আমেরিকা, কানাডা, জার্মানী, ফ্রান্স, সুইজারল্যান্ড, ন্যাদারল্যান্ড, অষ্ট্রেলিয়া, জাপান, চীন সহ বড় বড় ভাল অর্থনীতির সব দেশে। কিছু কিছু স্কলারশীপ আছে শুধু গণিতবিদদের জন্যই…
Studying maths helps you develop skills in logical thinking, problem-solving, and decision-making, which are valued by employers across many job sectors.
Job options
Jobs directly related to your degree include:
Actuarial analyst
Actuary
Data analyst
Data scientist
Investment Analyst
Research scientist (maths)
Secondary school teacher
Software engineer
Statistician
বর্তমানে অন্যতম ট্রেন্ডি বিষয় হলো ডাটা এনালাইসিস/ডাটা মাইনিং। দিনে দিনে এর চাহিদা এবং পরিধি বাড়ছে। ডাটা সাইন্সে ক্যারিয়ারের জন্য ম্যাথের কোন বিকল্প নাই। সাথে কিছুটা প্রোগ্রামিং লাগবে। এর জন্য আপনি R/Python শিখতে পারেন। আর এই রিলেটেড প্রচুর রিসর্স পাবেন www.coursera.com এ। হতাশ না হয়ে, আগ্রহ নিয়ে কাজে নেমে পড়ুন।
If you’re keen to use your mathematical skills then mathematics degree courses in areas such as:
- banking
- the civil service
- computing
- consulting
- financial services
- retail.
Employers include:
- the NHS
- the local and central government
- educational establishments
- the pharmaceutical industry
- IT companies
- engineering companies
- insurance companies
- market research and marketing companies
- finance, banking, and accountancy firms.
Skills for your CV :
- designing and conducting observational and experimental studies
- investigating, analyzing, and interpreting data, finding patterns and drawing conclusions
- information technology
- approaching problems in an analytical and rigorous way, formulating theories and applying them to solve problems
- dealing with abstract concepts
- presenting mathematical arguments and conclusions with accuracy and clarity
- advanced numeracy and analysis of large quantities of data
- logical thinking.
You also develop key general skills that all employers expect, including:
- communication skills
- time management
- organizational skills and working methodically and accurately
- decision-making skills
- self-management
- teamwork and the ability to work independently.
Mathematics Professional Organizations
- American Mathematical Association of Two-Year Colleges (AMATYC)
- American Mathematical Society (AMS)
- American Statistical Association (ASA)
- Association for Symbolic Logic (ASL)
- Association for Women in Mathematics (AWM)
- Association of State Supervisors of Mathematics (ASSM)
- Benjamin Banneker Association (BannekerMath)
- Council for the Accreditation of Educator Preparation (CAEP)
- Conference Board of the Mathematical Sciences (CBMS)
- Institute of Mathematical Statistics (IMS)
- Mathematical Association of America (MAA)
- National Association of Mathematicians (NAM)
- National Council for Accreditation of Teacher Education (NCATE)
- National Council of Supervisors of Mathematics (NCSM)
- National Council of Teachers of Mathematics (NCTM)
- Society for Industrial and Applied Mathematics (SIAM)
- Society of Actuaries (SOA)
- TODOS: Mathematics for ALL (TODOS)