ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২ – dgfp thakurgaon Viva

ঠাকুরগাঁও জেলার পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ সহকারী এবং আয়া পদে নিয়োগের লক্ষ্যে গত ১৮/১১/২০২২ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নিম্ন বর্ণিত রোল নম্বর ধারীগণ উত্তীর্ণ হয়েছেন (মেধাক্রমানুসারে নয়। নিম্নের সময়সূচী অনুযায়ী জেলা প্রশাসক, ঠাকুরগাঁও এর কার্যালয়ে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

 

ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২ – dgfp thakurgaon Viva

মৌখিক পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তির ৮ নং শর্তানুসারে বর্ণিত কাগজ পত্রের এক সেট সত্যায়িত ফটোকপি এবং সকল কাগজ পত্রের মূল কপি জমা দিতে হবে। পরীক্ষার চূড়ান্ত ফলাফল জেলাপ্রশাসক, সিভিল সার্জন ও উপপরিচালক, পরিবার পরিকল্পনা, ঠাকুরগাঁও এর ওয়েবসাইট যথাক্রমে (www.thakurgaon.gov.bd), (www.cs.thakurgaon.gov.bd) ও (www.fpo. thakurgaon.gov.bd), এবং ফেসবুক আইডি ও জেলা প্রশাসন, ঠাকুরগাঁও ফেইজবুক পেইজে প্রকাশিত হবে।

মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার্থীকে নিম্ন বর্ণিত সনদ/ কাগজপত্রাদির মূল কপি ও ফটোকপি প্রদর্শন করতে হবে।

  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
  • ইউনিয়ন ও বিজ্ঞাপিত ইউনিটের / গ্রামের স্থায়ী বাসিন্দার সনদপত্র।
  • কোট দাবীর সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র।
  • জাতীয় পরিচয়পত্র / অনলাইন নিবন্ধন সনদপত্র।
  • অনলাইন থেকে ডাউনলোডকৃত লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
  • মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য পরীক্ষার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।
  • নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ঢাকা পূর্ব ভ্যাট পরীক্ষার সময়সূচি ২০২৪ – vatdhkeast Exam Date

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকা’র নথি নম্বর:২(২৩)১৪২/জনপ্রশাঃ/ঢা:পূর্ব: কমি:/নিয়োগ ২০২৩/৪৭০, তারিখ:২৫-০১-২০২৪খ্রি. অনুযায়ী গত …