যারা ইতোমধ্যে পরিবার পরিকল্পনা লিখিত পরীক্ষায় পাশ করে ভাইবা দিবেন তাদের ভাইবা প্রস্তুতির জন্য লিখিত পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবেন। এছাড়া আপনি বিগত বা সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্ন ভাল করে পড়ে যেতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি বিগত কয়েকটি ভাইভা শেয়ার করছি। যাতে একটি ধারণা নিতে পারেন।
পরিবার পরিকল্পনা ভাইভা প্রস্তুতি ২০২২
পরিবার পরিকল্পনা ছাড়াও আরও কিছু জেনে যাবেনঃ
- ১.নিজ জেলার ইতিহাস,ঐতিহ্য,জেলা ব্র্যান্ডিং সম্পর্কে।
- ২.নিজ জেলার বিখ্যাত কবি,লেখক,মুক্তিযোদ্ধা ও ব্যক্তিবর্গ সম্পর্কে।
- ৩. নিজের সম্পর্কে কিছু বলার মত প্রস্তুতি থাকতে হবে (বাংলা অথবা ইংরেজি)
- ৪.নিজের নামের অর্থ জিজ্ঞেস করতে পারে।
- ৫.পরিবার পরিকল্পনা সম্পর্কে গুগলে সার্চ করে জেনে নিবেন।
- ৬.বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে জেনে যাবেন।
- ৭.সাম্প্রতিক বিষয় জানতে হবে।
আরও পড়ুন:
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
সর্বোপরি নিজের উপর আত্নবিশ্বাস থাকতে হবে।কখনোই ওভার কনফিডেন্স দেখাবেন না। সকলের জন্য শুভ কামনা রইলো!
আরও সার্চ করেছেন:
পরিবার পরিকল্পনা নিয়োগ সাজেশন ২০২২, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পরীক্ষার প্রস্তুতি ২০২২, পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার ভাইভা সাজেশন, পরিবার পরিকল্পনা নোটিশ বোর্ড, পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি 2022, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়োগ সাজেশন ২০২২, পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার তারিখ ২০২২, বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের সুবিধা, পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ২০২২, পরিবার পরিকল্পনা নোটিশ বোর্ড সাজেশন ২০২২, পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩, বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের সুবিধা ও বেতন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পরীক্ষার তারিখ ২০২২, পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার সময়সূচী।