প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বিতরণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। এ লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নীতিমালা প্রণয়ন করা হয়।
বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০.০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০.০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০.০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। ২০২২ সাল থেকে উক্ত সেবা প্রাপ্তির লক্ষ্যে ই-ভর্তি সহায়তা সিস্টেম ব্যবহার নির্দেশিকা প্রণয়ন করা হয়। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য http://www.eservice.pmeat.gov.bd/admission/ এ লিংকে প্রবেশ করতে হবে।
অনার্স উপবৃত্তির আবেদন করতে যা যা লাগবেঃ
- ছবি*
- স্বাক্ষর*
- জন্ম নিবন্ধন সনদ*
- অভিভাবকের জাতীয় পরিচয়পত্র *
- শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে) *
- পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) *
অনার্স উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ ও লিংকঃ
- আবেদন শুরুঃ ২৮ আগস্ট ২০২২ ।
- আবেদন শেষঃ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- অনলাইনে আবেদনের লিংক – http://www.eservice.pmeat.gov.bd
- এককালীন ১০,০০০ টাকা দেওয়া হবে।
- আবেদন শেষ হবার ৪-৬ মাসের মধ্যে টাকা দেওয়া হবে।
- যাঁরা টাকা পাবে তাদের ফোনে SMS আসবে।
- প্রত্যয়নপত্রঃ ভর্তি সহায়তার (বৃত্তি) জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র ২০২২
অনার্স উপবৃত্তি ফরম ২০২২
আরও পড়ুনঃ
অনার্স উপবৃত্তি ২০২২ ফরম, উপবৃত্তি ফরম ২০২২, উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২, অনার্স উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২১, সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তির আবেদন ফরম 2022 pdf, উপবৃত্তির ওয়েবসাইট, ডিগ্রি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২, কারিগরি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২,