অনার্স উপবৃত্তি ২০২৪

স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের ২০২২-২৩ অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার অনলাইন আবেদন। অনার্সে ভর্তি সহায়তা প্রসঙ্গে। অনার্স/সমমান পর্যায়ে ১ম বর্ষে ভর্তি হওয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণে সহায়তা প্রদান করবে সরকার। যাঁরা ইতিমধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়,,জাতীয় বিশ্ববিদ্যালয়,,মাদ্রাসায় অনার্স/সমমান ১ম বর্ষে ভর্তি হয়ে গেছে তারা আবেদন করতে পারবে।

 

অনার্স উপবৃত্তি ২০২২ – অনার্স উপবৃত্তি আবেদন বিজ্ঞপ্তি

46-page-001-wm

অনার্স উপবৃত্তির আবেদন করতে যা যা লাগবেঃ

  • ছবি*
  • স্বাক্ষর*
  • জন্ম নিবন্ধন সনদ*
  • অভিভাবকের জাতীয় পরিচয়পত্র *
  • শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে) *
  • পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) *

 

অনার্স উপবৃত্তি ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমাঃ

  • আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়।
  • শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

দরিদ্র ও মেধাবীর শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান:

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বিতরণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। এ লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২০ প্রণয়ন করা হয়। বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।

 

অনার্স উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ ও লিংকঃ

  • আবেদন শুরুঃ ২৮ আগস্ট ২০২২ ।
  • আবেদন শেষঃ ২৯ সেপ্টেম্বর ২০২২।
  • অনলাইনে আবেদনের লিংক – http://www.eservice.pmeat.gov.bd
  • এককালীন ১০,০০০ টাকা দেওয়া হবে।
  • আবেদন শেষ হবার ৪-৬ মাসের মধ্যে টাকা দেওয়া হবে।
  • যাঁরা টাকা পাবে তাদের ফোনে SMS আসবে।

 

অনার্স উপবৃত্তি আবেদন আবেদন ফরেমের নমুনা

Screenshot-176

 

 

ব্যবহার নির্দেশিকা” থেকে সব কিছু জানতে পারবেন। দোকান থেকে আবেদন করা ভালো হবে। তবে কেউ চাইলে নিজ ফোন দিয়েও আবেদন করতে পারবে।

উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসায় অধ্যয়নরত স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করা হবে। ইতোমধ্যে সকল বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসায় ভর্তি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রায় সম্পন্ন হয়েছে।

ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকেঃ http://www.eservice.pmeat.gov.bd/admission
লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে শিক্ষার্থীকে সিস্টেম ব্যবহার করে (স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থী) আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হ’ল।

 

আবেদনের পূর্বে ব্যবহার নির্দেশিকা পড়ুনঃ

ব্যবহার নির্দেশিকা      প্রত্যয়ন/সুপারিশ ফরম

আবেদনের নিয়মঃ সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।

  • ১। প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে)
  • ২। মোবাইল ভেরিফিকেশন করুন
  • ৩। লগইন করুন
  • ৪। আবেদন করুন
  • ৫। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন

 

আরও জানুনঃ

অনার্স উপবৃত্তি ফরম ২০২২, কারিগরি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২, শিক্ষা উপবৃত্তি ২০২২, ডিগ্রি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২, প্রাথমিক উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২, মাধ্যমিক উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২, অনার্স উপবৃত্তি ফরম ২০২২, জাতীয় বিশ্ববিদ্যালয় উপবৃত্তি নোটিশ ২০২২, শিক্ষা উপবৃত্তি ২০২২, স্নাতক উপবৃত্তি ২০২২, কারিগরি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২, ডিগ্রি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২, প্রাথমিক উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২, সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তির আবেদন ফরম 2022 pdf

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Honours Upobritti 2022 - Apply Now

Honours Upobritti 2024 – Apply Now

Online application for admission assistance for graduate and equivalent class students to confirm admission in …