ভর্তি সহায়তার (বৃত্তি) জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র ২০২২

ভর্তি সহায়তার ( বৃত্তি ) জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। এই ফরমটি কম্পিউটারের কোনো দোকান থেকে প্রিন্ট আউট করে এনে পূরন করতে হবে।তারপর ভার্সিটির প্রিন্সিপালের স্বাক্ষর নিয়ে আবার জমা দিতে হবে।কিভাবে জমা দিতে হবে তা ব্যবহার নিয়মাবলিতে বলা হয়েছে।

ভর্তি সহায়তার ( বৃত্তি ) জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র ২০২২

(ক) শিক্ষার্থীর তথ্য:

  • শিক্ষার্থীর নাম:
  • অধ্যয়নরত শ্রেণি :
  • বিভাগ/বিষয়:
  • শ্রেণি রোল:
  • সাল/সেশন:
  • ছাত্র/ছাত্রী:
  • শিক্ষার্থীর জন্ম তারিখ (জম্ম সনদ অনুযায়ী):
  • পিতার নাম:
  • মাতার নাম:
  • পিতা/মাতা/অভিভাবকের বার্ষিক আয় :

 

(খ) বিগত/সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষায় প্রাপ্ত ফলাফল:

  • সর্বশেষ উত্তীর্ণ শ্রেণি/পরীক্ষা :
  • সাল:
  • প্রাপ্ত ফলাফল:

(গ) শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য :

  • অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম:
  • প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের নাম :
  • প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের মোবাইল নম্বর :
  • প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের ই-মেইল নম্বর:
  • প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত সুপারিশ:

 

ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র নমুনা

recommendation-page-001

 

 

ভর্তি সহায়তার জন্য প্রত্যয়নপত্র ২০২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ী নং- ৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯, www.pmeat.gov.bd, ভর্তি সহায়তার জন্য প্রত্যয়নপত্র, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে, জনাব ………..পদবি….. গ্রেড……….. কার্যালয়ে কর্মরত আছেন। আমি তাঁর সন্তানকে ভর্তি সহায়তা প্রদানের জন্য সুপারিশ করছি।

recommendation-page-002

 

 

এই ফাইলটি পিডিএফ ডাউনলোড করতে এখানে দেখুনঃ ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র.pdf

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

NU Results 2022 - Honours Consolidated Result

NU Result 2024 – Honours 4th year cgpa result 2024

NU result 2022 – honors 4th-year CGPA result 2022 published. Nu honors final year result …