অনার্স ভর্তি ২০২২ – ১ম মেধা তালিকায় চান্স না পেলে করনীয়। ১ম মেধা তালিকায় চান্স না পেলে অর্থাৎ যারা ১ম মেরিটের চান্স পান নি, তারা ১৭-১৮ তারিখ পযর্ন্ত অপেক্ষা করেন। ১৭ বা ১৮ তারিখ ২য় মেরিট দিবে। ২য় মেরিটের জন্য কোন আবেদন করতে হবে না। কিছু করতে হবে না। শুধু অপেক্ষা করবেন…
অনার্স ভর্তি ১ম মেরিট রেজাল্ট ২০২৪ – NU 1st Merit Result
অনার্স ভর্তি ২০২২ – ১ম মেধা তালিকায় চান্স না পেলে করনীয়
যখন ২য় মেরিটের রেজাল্টের জন্য নোটিশ দিবে তখন ১ম মেরিটের মত এসএমএস বা অনলাইনে ডুকে রেজাল্ট দেখবেন ২য় মেরিটের…
জাতীয় বিশ্বিবদ্যালয়ের মাইগ্রেশন পদ্ধতি
২য় মেরিটেও চান্স না হলে অক্টোবরে প্রথম সপ্তাহে রিলিজে স্লিপে ৫টা কলেজে নতুন সাবজেক্ট চয়েস দিয়ে আবেদন করার সুযোগ দিবে। যেটা হবে ১ম রিলিজ স্লিপ…
১ম রিলিজ স্লিপেও না হলে আবার ২য় রিলিজ স্লিপে ৫টা কলেজে আবেদন করার সুযোগ দিবে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপ
তাই এতো তাড়াতাড়ি হতাশ হবার দরকার নাই, আরো অনেক প্রসেস বাকি আছে ভর্তি। ভর্তির একদম শেষ পযর্ন্ত দেখে ছাড়বে! আর শেষ ভালো যার, সব ভালো তো তার! আল্লাহ ভরসা….
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের রিলিজ স্লিপ কী ?
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২১-২২ – ফলাফলের পর করণীয় কি?
- প্রশ্নঃ আমার ১ম মেরিটে যদি চান্স না হয় ?
উঃ আবার ২য় মেরিট দিবে। কবে দিবে তাও সময় মত NU ওয়েবসাইট ও গ্রুপে জানতে পারবেন ।
- প্রশ্নঃ ১ম মেরিটে চান্স পেয়েছি বাট ঐ সাবজেক্ট পছন্দ না । এখন কি হবে ?
উঃ ১ম মেরিটে সুযোগ পেয়ে আপনি যদি ভর্তি না হন তবে আর আপনার রেজাল্ট ২য় মেরিটে দিবে না।
আপনাকে রিলিজে আবেদন করা লাগবে।
- প্রশ্নঃ আর যদি ২য় মেরিটেও সুযোগ পেয়ে ভর্তি না হই তবে কি আমার সিটটা থাকবে?
উঃ তখন আপনাকে রিলিজ স্লিপ তুলতে হবে।আর আপনার সিট থাকবে না।
- প্রশ্নঃসুযোগ পাওয়ার পর কি করবো?
উঃ সুযোগ পাওয়ার পর আপনাকে ১টি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করত হবে। এই ফর্মটিতে আপনার থানা,বাবার নাম,মায়ের নাম,মোবাইল নাম্বর ইত্যাদি কিছু তথ্য দিতে হবে। এবং এটির ৩টি কপি নামাতে হবে। ১টি বা দুটি হবে কলেজ কপি এবং আর ১টি হবে স্টুডেন্ট কপি।
- প্রশ্নঃমেরিট লিস্টে/১ম রিলিজে চান্স পেয়েছি। চূড়ান্ত ফর্ম ডাউনলোড করেছি তবে ভর্তি হতে চাইনা আমি কি ১ম রিলিজে/২য় রিলেজে আবেদন করতে পারবো ?
- প্রশ্নঃমাইগ্রেশন কি ভাবে করবো ?
উঃ মাইগ্রেশন শুধু মাত্র ১ম ও ২য় মেরিটে সুযোগ প্রাপ্তরাই করতে পারবে।সুযোগ পাওয়ার পর যে ফর্মটি ডাউনলোড করতে যাবেন তখন দোকানদারকে বলবেন যে মাইগ্রেশন অপশনটা চালু রাখতে।
- প্রশ্নঃমাইগ্রেশন করলে কোন সাবজেক্ট পাবো বা কি নিয়ম এটার ?
উঃ ধরুন আপনি ৩টা সাবজেক্ট চয়েজ করেছেন।এখন ৩ বা চার নাম্বারটা পেয়েছেন।মাইগ্রেশ করলে আপনি ২ বা ১ নম্বরটা পাবেন।আর ১নংটাই যদি আসে তবে আর মাইগ্রেশন হবে না।নিচ থেকে উপরে যায়।উপর থেকে নিচে আসে না। আর মাইগ্রেশন করলেই যে পাবেন এমনটা আমি বলতে পারবো না।এটা ভাগ্যের ব্যাপার।
- প্রশ্নঃ মাইগ্রেশন যে করবো তার রেজাল্ট কখন দিবে ?
উঃ ২য় মেরিট বা মেধা তালিকা প্রকাশের দিন মাইগ্রেশনের রেজাল্ট অটোমেটিক মেসেজের মাধ্যমে চলে যাবে। যাদের মেসেজ যাবে না তাদের মাইগ্রেট হবে না।সার্ভার ক্রুটির কারনে মেসেজ নাও যেতে পারে ।তাই ওয়েবসাইটে চেক করে নিবেন।
- প্রশ্নঃ যদি মাইগ্রেশন হয় তবে কি করতে হবে ?
উঃ মাইগ্রেশন হলে আপনাকে আবার রোল পিন দিয়ে লগ ইন করে ১টা ফরম ডাউনলোড করতে হবে।এবং তা যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন ঐ ডিপার্টমেন্টে জমা দিবেন।আর কিছু না এবং টাকাও দেয়া লাগবে না।
- প্রশ্নঃ মাইগ্রেট হওয়ার পর যদি আমি মত পরিবর্তন করি,যে সাবজেক্ট চান্স পেয়েছি ঐটাতে থাকি ।পারবো ?
উঃ না।কোনো ভাবেই না। যদি ফরম পূরণ না করে মাইগ্রেট করে জমা না দেন তবে সার্কুলার অনুযায়ী আপনার ভর্তি বাতিল হয়ে যাবে।কোনো ভাবেই আপনি নিজের ইচ্ছাতে বা কলেজের ইচ্ছাতে সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন না।
- প্রশ্নঃ মাইগ্রেশন করা কি বাধ্যতা মূলক ?
উঃ না। এটা আপনার ইচ্ছা।যদি সাবজেক্ট পছন্দ না হয় তবে মাইগ্রেশন করে।যদি আপনি মাইগ্রেশন করতে ইচ্ছুক না থাকেন তবে অব্যশই ফরম ডাউনলোডের সময় দোকানদারকে মাইগ্রেশন অপশন অফ করতে বলবেন।কারন ১বার সাবমিট হলে আর ঠিক করার চান্স নেই।
- প্রশ্নঃ ভর্তির সময় কি কি জমা দিতে হবে ?
উঃ ssc ও hsc এর মূল মার্কশীট, মূল রেজিঃ কার্ড,মূল প্রশংসা পত্র,২বা৪বা৬ কপি পাসর্পোট সাইজের ছবি,আবেদন ফর্ম,ডাউনলোড ফর্ম।এগুলোর আবার প্রত্যেকে ফটো কপি ২ বা ৪টি সেট। (কলেজ ভেদে)(অনেক সরকারিতে মূল রেজিস্ট্রেশন কার্ড লাগে । উদাহরনঃ রংপুর সঃকলেজ ও কারমাইকেল কলেজ)
- প্রশ্নঃ ছবি যদি ভিন্ন ভিন্ন অর্থ আবেদনের সময় ১টা আর ভর্তির সময় অন্যটা দিলে সমস্যা আছে ?
- প্রশ্নঃ ১ম ও ২য় মেরিটে চান্স পাইনি এখন কি করবো ?
উঃ যারা ১ম ও ২য় মেরেটি চান্স পায় না বা পেয়েও ভর্তি হয়না তারা আবার রিলিজ স্লিপে আবেদন করবে।
[ বিঃদ্রঃ যারা প্রাথমিক আবেদন করে নাই আবার আবেদন করছে ব্যাংকে টাকা জমা দিছে তবে ফর্ম কলেজে জমা দেয় নি তার রিলিজে আবেদন করতে পারবে না।]