শুরু হলো ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তির অনলাইন আবেদন। চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। যাদের এইচএসসি পর গ্যাপ আছে এখন গ্যাজুয়েশন করতে ইচ্ছুক, তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। ডিগ্রি ১ম বর্ষ(প্রাইভেট) কোর্সের সকল কার্যক্রম ২০২১-২২ সেশন ডিগ্রি নিয়মিত কোর্সের সাথে হবে। একই সিলেবাস, একই প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
আবেদন যোগ্যতাঃ যেকোনো শিক্ষাবোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে ২০২০ সাল বা তৎপূর্বে HSC ও SSC পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.০ প্রাপ্ত সকল শিক্ষার্থী ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবে। প্রতিটি কলেজে ডিগ্রি (প্রাইভেট) কোর্সে অধিভুক্ত একটি কোর্সে সর্বোচ্চ ১০০০ (এক হাজার) প্রার্থী আবেদন করতে পারবে। অনলাইনে আগে যে আবেদন করবে সিট সংখ্যা তার বলে বিবেচিত হবে।
যেকোনো কম্পিউটার মোবাইল ডিভাইস দিয়ে শুরুতে Blank Data Entry Form পূরণ করবেন এরপর আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি ও এইচএসসি পাসের তথ্য, একটি সচল মোবাইল নং অবশ্যই লাগবে।
ডিগ্রি পাস প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স ভর্তি যোগ্যতাঃ
- 1) প্রাইভেট কোর্স: এইচ এসসি /সমমান
- 2) সার্টিফিকেট কোর্স- অনার্স বা ডিগ্রি পাস সমমান (জাতীয় বিশ্ববিদ্যালয় হতে)
ডিগ্রি পাস প্রাইভেট কোর্সে ভর্তি লিংকঃ
ধাপ-01
- ডাটা এট্রি ফরম [ এখানে আপনার তথ্যদিয়ে ফরমপূরণ করুন।
- http://app8.nu.edu.bd/nu-web/sscDataEntryHomeDEGPPrivate
ধাপ-02
- এখানে তথ্য দিয়ে আবেদন সাবমিট করুন
- http://app8.nu.edu.bd/…/privateDegreeApplicationForm
ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সে ভর্তি লিংকঃ
ডিগ্রি পাস সার্টিফিকেট (১ বিষয়ের কোর্স)
ধাপ-01
- ডাটা এট্রি ফরম [ এখানে আপনার তথ্যদিয়ে ফরমপূরণ করুন।
- http://app8.nu.edu.bd/nu-web/msapplicant/DataEntryHomeCC
ধাপ-02
- এখানে তথ্য দিয়ে আবেদন সাবমিট করুন
- http://app8.nu.edu.bd/nu-web/msapplication/ccApplicationForm
ডিগ্রি প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪