ডিগ্রি প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স ভর্তি ফরম লিংক ২০২৪

শুরু হলো ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তির অনলাইন আবেদন। চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। যাদের এইচএসসি পর গ্যাপ আছে এখন গ্যাজুয়েশন করতে ইচ্ছুক, তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। ডিগ্রি ১ম বর্ষ(প্রাইভেট) কোর্সের সকল কার্যক্রম ২০২১-২২ সেশন ডিগ্রি নিয়মিত কোর্সের সাথে হবে। একই সিলেবাস, একই প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

আবেদন যোগ্যতাঃ যেকোনো শিক্ষাবোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে ২০২০ সাল বা তৎপূর্বে HSC ও SSC পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.০ প্রাপ্ত সকল শিক্ষার্থী ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবে। প্রতিটি কলেজে ডিগ্রি (প্রাইভেট) কোর্সে অধিভুক্ত একটি কোর্সে সর্বোচ্চ ১০০০ (এক হাজার) প্রার্থী আবেদন করতে পারবে। অনলাইনে আগে যে আবেদন করবে সিট সংখ্যা তার বলে বিবেচিত হবে।
যেকোনো কম্পিউটার মোবাইল ডিভাইস দিয়ে শুরুতে Blank Data Entry Form পূরণ করবেন এরপর আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি ও এইচএসসি পাসের তথ্য, একটি সচল মোবাইল নং অবশ্যই লাগবে।

Admission-Home

ডিগ্রি পাস প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স ভর্তি যোগ্যতাঃ

  • 1) প্রাইভেট কোর্স: এইচ এসসি /সমমান
  • 2) সার্টিফিকেট কোর্স- অনার্স বা ডিগ্রি পাস সমমান (জাতীয় বিশ্ববিদ্যালয় হতে)

ডিগ্রি পাস প্রাইভেট কোর্সে ভর্তি লিংকঃ

ধাপ-01

ধাপ-02

ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সে ভর্তি লিংকঃ

ডিগ্রি পাস সার্টিফিকেট (১ বিষয়ের কোর্স)
ধাপ-01
ধাপ-02

ডিগ্রি প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

ADM-PRIVATE-DEGP-CC-page-001

ADM-PRIVATE-DEGP-CC-page-002

ADM-PRIVATE-DEGP-CC-page-003

ADM-PRIVATE-DEGP-CC-page-004

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপ ২০২২

ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ | ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখব কিভাবে?

২০২১-২০২২ সেশনের ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ডিগ্রি প্রথম …