জাতীয় বিশ্ববিদ্যালয়ের (বিষয় পরিবর্তন) মাইগ্রেশন এর নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (বিষয় পরিবর্তন) মাইগ্রেশন এর নিয়ম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার ১ম মেধা তালিকায় সুযোগ প্রাপ্ত ভর্তি ইচ্ছুকরা তাদের সুযোগপ্রাপ্ত বিষয়টি পছন্দ না হলে, সে ক্ষেত্রে বিষয় পরিবর্তনের জন্য মাইগ্রেশন আবেদন করতে পারেন। মাইগ্রেশনে সংশ্লিষ্ট কলেজে আসন শূন্য থাকা সাপেক্ষে এবং মেধা স্কোরের ভিত্তিতে তার বিষয় পছন্দক্রমের ঊর্ধ্বক্রমে বিষয় পরিবর্তন করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (বিষয় পরিবর্তন) মাইগ্রেশন এর নিয়মঃ

মনে করুন, আপনি আবেদনের সময় সাবজেক্ট চয়েস দিয়েছেনঃ

  • ১/ ইংরেজী,
  • ২/ বাংলা,
  • ৩/ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,
  • ৪/ রাষ্ট্রবিজ্ঞান,
  • ৫/ সমাজবিজ্ঞান।

অনার্স ভর্তি ফলাফল দেখুন এখানে

এখন আপনার পছন্দক্রমের ২ বা ৫ নম্বর বিষয়ে সুযোগ পেয়েছেন। সে ক্ষেত্রে আপনি মাইগ্রেশন করতে পারবেন। কিন্তু পছন্দক্রমের ১ নম্বর বিষয়ে সুযোগ পেলে মাইগ্রেশনের আবেদন করতে পারবেন নাহ। কারন মাইগ্রেশন সব সময় উপরের বিষয় সিলেক্ট করে, নিচে দিকে নয়।

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকা

মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হলে করনীয়ঃ

মাইগ্রেশন এ আপনার বিষয় পরিবর্তন হলে পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে ভর্তি নিশ্চিত হয়ে যাবে। এক্ষেত্রে আর পরবর্তীতে পূর্বের বিষয়ে ফিরে আসার সুযোগ থাকবে না। তবে মাইগ্রেশন এ বিষয় পরিবর্তন না হলে পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে।

 

মাইগ্রেশন এর আবেদন পদ্ধতিঃ

অনলাইনে ভর্তি চূড়ান্ত ফরম পূরণের সময় “Do you want to change your assigned subject based on your given preference list? YES or NO ” এই রকম এইটি অপশন পাবেন। এখানে সধারণত “NO” তে টিক দেওয়া থাকে। আপনাকে মাইগ্রেশন করার জন্য “YES” এ টিক দিতে হবে। শুধু এই কাজটুকু করলেই আপনার মাইগ্রেশনের আবেদন সক্রিয় হয়ে যাবে। মনে রাখবেন একবার সাবমিট করলে আর কোন মতেই পরিবর্তন করতে পারবেন না।

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল!

 

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন কী?

উত্তরঃ  বর্তমান যে সাবজেক্ট আসছে তা পরিবর্তন করার জন্য যা কারা হয় তাই মাইগ্রেশন।

  • মাইগ্রেশন ভর্তি হয়ে করতে হয় নাকি ভর্তির পরে করতে হয়?

উত্তরঃ যে সাবজেক্ট পাইছেন ঐ সাবজেক্টে ভর্তির জন্য আপনাকে ভর্তির চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে।উক্ত ফর্ম পূরণের সময় দোকানদার বলে দিতে হবে মাইগ্রেশন চালু রাখতে।আপনার কাজ শেষ।

  • ১ম যেটা সাবজেক্ট চয়েজ দিছি ওটাই পাইছি । মাইগ্রেশন করা যাবে ?

উত্তরঃ না যাবে না।

  • মাইগ্রেশন করলে কোন সাবজেক্ট পাবো ?

উত্তরঃ আসন খালি থাকা সাপেক্ষে, বর্তমান যে সাবজেক্ট পাইছেন তার উপরের গুলো পাবেন। মনে করেন ৩নং টা পাইছেন, মাইগ্রেশন করলে ২ বা ১ নং টা পাবেন। মাইগ্রেশন করলে উপরের সাবজেক্ট পাওয়া যায়।

  • যদি মাইগ্রেশন না হয় তবে কি আমার আগের সাবজেক্টাই থাকবে?

উত্তরঃ হ্যা।

  • মাইগ্রেশন না হলে পরে কি আবার মাইগ্রেশন করা যাবে?

উত্তরঃ না।

  • মাইগ্রেশন রেজাল্ট কবে দিবে?

উত্তরঃ ২য় মেরিটের সাথে দিবে। আর ২য় মেরিটের মাইগ্রেশন ফলাফল দিবে কোটার ফলাফলের সাথে।

 বিষয় পরিবর্তন বা মাইগ্রেসন বিষয়ে আরও কিছু প্রশ্নঃ

  • যারা প্রথম ও ২য় মেধা তালিকায় সুযোগ পায় তাদের জন্য প্রযোজ্য।
  • পছন্দের সাবজেক্টে চান্স না পেলে মাইগ্রেশনের সুযোগ রয়েছে।
  • ছবির চুড়ান্ত এডমিশন ফরম ডাউনলোড কালে অনলাইনেই আপনার মাইগ্রেশনের জন্য আবেদন করতে হবে।
  • চুড়ান্ত এডমিশন ফরম চান্স পাবার পর অনলাইন থেকে পূরন করে প্রিন্ট করতে হয়।
  • মাইগ্রেশনের জন্য ছবির মত করে yes সিলেক্ট করতো হবে।
  • ভর্তি না হলে মাইগ্রেশন কার্যকর হয় না।
  • নিচের ছবির মত মাইগ্রেশন কেবল সামনের দিকে যাবে।
  • আসন খালী থাকা সাপেক্ষে মাইগ্রেশন সাকসেস হবে।
  • মাইগ্রেশনে সামনের সাবজেক্ট হতে যে কোন একটি দেয়া হতে পারে। আপনি ভাবলেন অর্থনীতি! কিন্তু হয়তো পাববেন ইংরেজি।
  • আপনি মেরিট লিষ্টে পেলেন সমাজবিজ্ঞান, যা ৩ নম্বর চয়েজ, পড়তে চান বাংলা, যা চয়েজ ৪ নম্বরে! তা পাবেন না।
  • প্রথম চয়েজের সাবজেক্ট পেলে আর মাইগ্রেশন করা যাবে না।
  • মাইগ্রেসন সাকসেস হলে পূর্বের ভর্তি বাতিল হয়ে যাবে।
  • মাইগ্রেশন সাকসেস না হলে যেটি পেয়েছেন তাই পড়তে হবে।

 

ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবেন। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা

ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শ্রেণীর ভর্তি নির্দেশিকা। ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম …