জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ফলাফল ২০২৪ – NU Admission Result

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ফলাফল দেখবেন যেভাবে – জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ফলাফল এসএমএস (SMS) এবং Online এ পদ্ধতিতে দেখতে পারবেন। ক্যাম্পাসটাইমসবিডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি নিয়ে সকল তথ্য প্রকাশ করে থাকে। অনার্স ভর্তি ফলাফল নিয়ে আমাদের এবারের আয়োজন – মনোযোগ দিয়ে পড়ে সে হিসাবে ভর্তি হয়ে নিন।

আরও পড়ুনঃ
  1. বিস্তারিত অনার্স ভর্তি ১ম মেধাতালিকার ফলাফল

 

জাতীয় ‍বিশ্ববিদ্যালয় ১ম মেধাতালিকার ফলাফল ২০২৪

 

SMS এর মাধ্যমে অনার্স ভর্তি ফলাফল 

 

বিকাল ৪ টায় মেসেজের মাধ্যমে দেখতে পারবেন। আপনার ফোনের SMS অপশনে গিয়ে write মেসেজে ক্লিক করে নিচের পদ্ধতিতে মেসেজ করুন।

 

NU ATHN Admission Roll লিখে 16222 নম্বরে।

উদাহারন: NU ATHN 7063897 লিখে ১৬২২২ নম্বরে মেসেজ করবেন।

(চার্জ প্রযোজ্য -২.৫৭ টাকা)

 

ফিরতি মেসেজে আপনি কোন সাবজেক্টে চান্স পেয়েছেন জানিয়ে দিবে,

  • যদি Congratulations…. দিয়ে শুরু হয় আপনি আপনার আবেদনকৃত কলেজে চান্স পেয়েছেন।
  • যদি Sorry… দিয়ে শুরু হয় আপনি চান্স পাননি। এক্ষেত্রে আপনাকে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে।

অনার্স ভর্তি ফলাফল অনলাইনে দেখার নিয়ম

 

 

অনলাইনে যেভাবে অনার্স ভর্তি ফলাফল দেখবেন (http://admission.nu.edu.bd) অনলাইনে ফলাফল দেখতে আপনাকে Honours Applicants Login প্রবেশ করে এডমিটে থাকা রোল এবং পিন দিয়ে লগিন করতে হবে। নিচের ছবিতে লক্ষ্য করুন কেমন করে লগিন করবেন।

 

অনলাইনে দেখুন অনার্স ভর্তি ফলাফল

 

১ম মেধা তালিকায় চান্স না পেলে করণীয়ঃ

আপনি ১ম মেধা তালিকায় চান্স / সুযোগ না হলে, আপনাকে ২য় মেরিটের জন্য অপেক্ষা ছাড়া উপায় নেই। অর্থাৎ আপনি ১ম মেধা তালিকায়  চান্স না পেলে , সিট খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় মেরিট প্রকাশ করবে। ২য় মেরিটে  সুযোগ পেয়ে ভর্তি হতে হবে।

দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে করণীয়ঃ

আপনি দ্বিতীয় মেধা তালিকায় চান্স / সুযোগ  না পেলে, আপনাকে রিলিজ স্লিপে ছাড়া ভর্তির উপায় নেই। অর্থাৎ আপনি দ্বিতীয় মেধা তালিকায় সুযোগ না হলে বা চান্স না পেলে – আপনাকে সিট খালি থাকা সাপেক্ষে প্রথম বা দ্বিতীয় রিলিজে আবেদন করে সুযোগ পেয়ে ভর্তি হতে হবে।

 

প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি না হলে করণীয়

আপনি প্রথম মেধা তালিকায় চান্স বা সুযোগ পেয়েও বিষয় পছন্দ না হলে বা ভর্তি না হলে, আপনাকে রিলিজ স্লিপে ছাড়া ভর্তির উপায় নেই। অর্থাৎ আপনি প্রথম মেধা তালিকায় সুযোগ পেয়ে ভর্তি না হলে দ্বিতীয় মেধা তালিকায় আপনি মনোনীত হবেন না। আপনাকে সিল খালি থাকা সাপেক্ষে প্রথম বা দ্বিতীয় রিলিজে আবেদন করে সুযোগ পেয়ে ভর্তি হতে হবে।

প্রথম মেরিটে আসন না পেলে করনীয়

  • যাদের আজ চান্স হবে না তারা ২য় মেরিটের জন্য অপেক্ষা করবেন (১ম মেরিট ভর্তি শেষে এটি দিবে)।
  • আর যারা চান্স পাবেন তারা  ভর্তি হবেন।
  • ভর্তি ফি সাধারণত সরকারি কলেজে ৩ হতে ৬ হাজারের মধ্যে হবে, আর বেসরকারিতে ৫ হতে ২৫ হাজার হতে পারে যা কলেজ ভেদে ভিন্ন।
  • এখন ভর্তির আগে আপনাদের একটা কাজ করতে হবে তা হলো এডমিশন ওয়েবসাইটে যেয়ে applicant login করে নিজের এডমিশন ফরমটা প্রিন্ট নেয়া যার একটি কলেজ কপি , অন্যটি Student কপি।
  • আর কলেজে ভর্তি হতে লাগে এসএসসি ও এইচএসসির মূল ট্রান্সক্রিপ্ট ও এর ফটোকপি।
  • ৪/৫ কপি ছবি, এ ছাড়াও কলেজ যা যা চাইবে দিতে হবে।

 

দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি না হলে করণীয়

আপনি দ্বিতীয় মেধা তালিকায় চান্স বা সুযোগ পেয়েও বিষয় পছন্দ না হলে বা ভর্তি না হলে, আপনাকে রিলিজ স্লিপে ছাড়া ভর্তির উপায় নেই। অর্থাৎ আপনি দ্বিতীয় মেধা তালিকায় সুযোগ পেয়ে ভর্তি না হলে মেধা তালিকায় আপনি মনোনীত হবেন না। আপনাকে সিট খালি থাকা সাপেক্ষে প্রথম বা দ্বিতীয় রিলিজে আবেদন করে সুযোগ পেয়ে ভর্তি হতে হবে।

দ্বিতীয় মেরিটে আসন না পেলে করনীয়

  • যাদের আজ চান্স হবে না তারা রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবেন (২য় মেরিট ভর্তি শেষে এটি দিবে)।
  • আর যারা চান্স পাবেন তারা কলেজে ভর্তি হবেন।
  • ভর্তি ফি সাধারণত সরকারি কলেজে ৩ হতে ৬ হাজারের মধ্যে হবে, আর বেসরকারিতে ৫ হতে ২৫ হাজার হতে পারে যা কলেজ ভেদে ভিন্ন।
  • এখন ভর্তির আগে আপনাদের একটা কাজ করতে হবে তা হলো এডমিশন ওয়েবসাইটে যেয়ে applicant login করে নিজের এডমিশন ফরমটা প্রিন্ট নেয়া যার একটি কলেজ কপি , অন্যটি Student কপি।
  • আর কলেজে ভর্তি হতে লাগে এসএসসি ও এইচএসসির মূল ট্রান্সক্রিপ্ট ও এর ফটোকপি।
  • ৪/৫ কপি ছবি, এ ছাড়াও কলেজ যা যা চাইবে দিতে হবে।

 

ভর্তির সকল তথ্য জানতে অবশ্যই আপনার কলেজের নোটিশ দেখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজের নোটিশের পদ্ধতিতে ভর্তি হতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম। জাঃবিশ্বঃ জিপিএ/সিজিপিএ/বিভাগ নির্ণয়। গ্রেডিং সিস্টেম। 80-100 → A+(Plus) → …