ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শ্রেণীর ভর্তি নির্দেশিকা। ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা।অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের তারিখ ০৫/০৬/২০২৪ইং তারিখ বিকাল ৪টা থেকে ৩০/০৬/২০২৪ইং তারিখ রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ০১/০৭/২০২৪ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদনকৃত কলেজ নোটিশ অনুযায়ী ফি জমা দিতে হবে।
ডিগ্রি ১ম বর্ষ ভর্তির গুরুত্বপূর্ণ তারিখঃ
- অনলাইনে প্রাথমিক আবেদন শুরুঃ ০৫/০৬/২০২৪ইং তারিখ।
- অনলাইনে প্রাথমিক আবেদন শেষঃ ৩০/০৬/২০২৪ইং তারিখ।
- আবেদন ফি কলেজে জমা দেয়া যাবেঃ ০১/০৭/২০২৪ তারিখ পর্যন্ত।
- কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নঃ ০২/০৭/২০২৪ তারিখ পর্যন্ত।
- স্নাতক পাস কোর্সে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবেঃ ২৫জুলাই ২০২৪।
ডিগ্রি ভর্তি যোগ্যতাঃ
- বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড থেকে,
- এসএসসিঃ 2019/2020/2021 সালে এবং
- এইচএসসিঃ 2021/2022/2023 সালে পাস করতে হবে।
- সকল শাখার জন্য নূন্যতম জিপিএঃ (এসএসসি ২.০০ + এইচএসসি ২.০০)
আরও পড়ুনঃ ডিগ্রি কেন পড়বেন – ডিগ্রি ভর্তি ২০২৪ কবে শুরু হবে?
ডিগ্রি ১ম বর্ষে ভর্তির ফলাফল প্রকাশ পদ্ধতিঃ
- এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে।
- প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির কোর্স বরাদ্দ দেয়া হবে।
- একই প্রতিষ্ঠান/কলেজে একই কোর্সে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে
- i) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০% .
- ii) প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%.
- iii) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।
ডিগ্রি ১ম বর্ষে ভর্তির আবেদনপত্র বাতিলঃ
- আবেদন ফরমে যদি কোন ভুল থাকে তবে আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে।
- ১ বারের বেশি Cancel করা যাবেনা।
- কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চিত হলে তা আর Cancel করা যাবে না।
- মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই সুযোগ পাবে।
ডিগ্রি ১ম বর্ষে ভর্তির ফলাফল প্রকাশের ধাপঃ
- ১ম মেধাতালিকা
- ২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেশন
- কোটা ও মাইগ্রেশন এর মেধাতালিকা
- রিলিজ স্লিপ এর আবেদন এবং রিলিজ স্লিপ এর মেধাতালিকা (১ম রিলিজ ও দ্বিতীয় রিলিজ)
ডিগ্রি ১ম বর্ষে ভর্তির ডিগ্রি পাস (নিয়মিত) শ্রেণির কোর্সসমূহঃ
- BA- Bachelor of Arts
- BSc- Bachelor of Science
- BBS- Bachelor of Business Study
- BSS- Bachelor of Social Science