ব্যাংকার্স সিলেকশন কমিটি’র সদস্যভুক্ত ০২টি ব্যাংক-এ ২০২০ সাল ভিত্তিক ‘অফিসার (আইটি)’ (১০ম গ্রেড) (Job Id -10152) এর মোট ৩৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ০২টি ব্যাংক-এ ২০২০ সাল ভিত্তিক ‘অফিসার (আইটি)’ (Job Id-10152) এর ৩৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বিগত ২৬ ডিসেম্বর, ২০২১ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর-১৯০/২০২১ এর প্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগ সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণপূর্বক নিম্নোক্ত রোল নম্বরধারী ৩৩ জন প্রার্থীকে মেধা ও তাদের পছন্দক্রম অনুযায়ী নিম্নে বর্ণিত ০২টি ব্যাংক-এ নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
সমন্বিত ২ ব্যাংক অফিসার (আইটি) নিয়োগ চূড়ান্ত ফলাফল ২০২৪
২টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল (১০ম গ্রেড) (JOB ID: 10161 ) এর ৮টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ২টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল’ (১০ম গ্রেড) (JOB ID: 10161) এর ৮টি শূন্য পদে (সোনালী ব্যাংক পিএলসি-০৫টি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-০৩টি) নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের ২৮/১২/২০২১ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং- ১৯৪/২০২১ এর প্রেক্ষিতে বিগত ২৪/১১/২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় নিম্নরূপ তারিখ এবং সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সমন্বিত ২ ব্যাংক নিয়োগ ফলাফল ২০২৪
মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না; তবে, ইতঃপূর্বে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে রিপোর্ট করার কোনো কারণ কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে নিম্নবর্ণিত প্রমাণক দলিলাদির মূলকপি প্রদর্শন করতে হবে এবং এতদসংক্রান্ত এক সেট সত্যায়িত ফটোকপি ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষার অব্যবহিত পূর্বে অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডের সহযোগী সদস্যদের নিকট জমা দিতে হবে।