সমন্বিত ৯ ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (সাধারণ) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ। ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ (Job ID-10146) এর ১০৬৯টি শূন্য পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ এর ১০৬৯টি {সোনালী ব্যাংক পিএলসি (১৪৩টি), জনতা ব্যাংক পিএলসি (১৯৭টি), রূপালী ব্যাংক পিএলসি (৬৮টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (০৪টি), বাংলাদেশ কৃষি ব্যাংক (৫৩৯টি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (২২টি), প্রবাসী কল্যাণ ব্যাংক (৬২টি), কর্মসংস্থান ব্যাংক (৭টি) এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (২৭টি)} শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের বিগত ২১/১২/২০২১ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর- ১৮৪/২০২১ এর প্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগ সংক্রান্ত। সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক নির্বাচিত ১০৬৯ (এক হাজার ঊনসত্তর) জন প্রার্থীকে প্রাপ্যতার ভিত্তিতে তাদের পছন্দক্রম অনুযায়ী নিম্নোক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার (সাধারণ) চূড়ান্ত ফলাফল ২০২৪ pdf Download