৪৩ তম বি.সি.এস. ফলাফল ২০২৩ pdf Download

৪৩তম বি.সি.এস. পরীক্ষা – ২০২০ এর ক্যাডার এবং নন ক্যাডার পদের ফলাফল প্রকাশ। ৪৩তম বি.সি.এস. পরীক্ষা-২০২০ এর বিভিন্ন ক্যাডারের মোট ২,২১৮ [দুই হাজার দুইশত আঠারো] টি শূন্য পদের বিপরীতে ২,১৬৩ * [দুই হাজার একশত তেষট্টি] টি পদে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করার জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী যোগ্য প্রার্থীদেরকে মেধাক্রম অনুযায়ী [আনুভূমিকভাবে সজ্জিত] সাময়িকভাবে (provisionally) মনোনয়ন প্রদান করা হলো।

 

যোগ্য প্রার্থী না পাওয়ায় ৯ম গ্রেডের ৫৭টি এবং ১০ম গ্রেডের ৫৮৯টি সর্বমোট ৬৪৬টি নন-ক্যাডার পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখের ০৫.০০.০০০০.147.11.017.22.45৭ নম্বর পত্রের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের ৯ম গ্রেডের সহকারী পরিচালকের ১৪টি, ১১তম গ্রেডের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তার ৬টি এবং ১২তম গ্রেডের শ্রম কর্মকর্তার ৫টি মোট ২৫টি পদ ৪৩তম বি.সি.এস. এর নন-ক্যাডার হতে প্রত্যাহার করায় উক্ত পদগুলোতে মনোনয়ন করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ ডিসেম্বর 2023 তারিখের 05.00.0000.147.11.017.22.46১ নম্বর পত্রের মাধ্যমে অর্থ বিভাগের অধীন বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ের এসএএস সুপারিনটেনডেন্ট এর ২৯টি পদ ৪৩তম বি.সি.এস. এর নন-ক্যাডার হতে প্রত্যাহার করায় উক্ত পদগুলোতে মনোনয়ন করা হয়নি।

 

৪৩ তম বি.সি.এস. ফলাফল ২০২৩

৪৩ তম বি.সি.এস. ফলাফল ২০২৩ pdf Download

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

৪১তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২২

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৪

৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) সময়সূচি। ৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর …