উপ-প্রশাসনিক কর্মকর্তা, লাইব্রেরিয়ান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন পদে জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাটে নিয়োগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী গবেষণা ইউনিট শাখার ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ মোতাবেক ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বিভাগীয় বাছাই কমিটি, খুলনার গত ১০-০৯-২০২৩ তারিখের ২৯-১০-২০২৩ তারিখের স্মারক মূলে জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরাসরি পূরণের লক্ষ্যে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকুরির আবেদনের নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্রে সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকুরির নির্ধারিত আবেদন ফরমে আগ্রহী প্রার্থীদেরকে সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা ও বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ, খুলনাকে সম্বোধন করে আগামী ১৮-০১-২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক, বাগেরহাট এর কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয়। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফরমটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd অথবা জেলা প্রশাসক, বাগেরহাট এর ওয়েবসাইট www.bagerhat.gov.bd এর নোটিশ বোর্ড হতে সংগ্রহ করা যাবে। এছাড়া বাগেরহাট জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। প্রার্থীর বয়সসীমা ১৯-১২-২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।