নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় পরীক্ষার সময়সূচি ২০২৩

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁর ০১/১১/২০২২ খ্রি.
তারিখের ০৫.৪৩.6400.109.10.018.22-৬৬৮ নং স্মারকে 03/11/2012 খ্রি. তারিখে দৈনিক ইত্তেফাক এবং দৈনিক
করতোয়া পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানীয় সরকার শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা (পূর্বতন: পরিসংখ্যান সহকারী) এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা নিম্নোক্ত তারিখ, সময় ও কেন্দ্রে/স্থানে অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের বিপরীতে পরীক্ষা কেন্দ্রের নাম, তারিখ ও সময় সম্বলিত প্রবেশপত্র http://dcnaogaon.teletalk.com.bd থেকে ডাউনলোড করতে হবে।

 

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় পরীক্ষার সময়সূচি ২০২৩

image

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin