বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় প্রিলিমিনারি টেস্ট-এর কেন্দ্র তালিকা এবং আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি । বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগের লক্ষ্যে ৩০/০৫/২০২৩ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং-১৮/২০২৩-এর সূত্রে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে ইতঃপূর্বে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রবেশপত্র (Job ID : 265) ডাউনলোডকারী প্রার্থীদের প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) আগামী ২০ অক্টোবর ২০২৩ তারিখ (শুক্রবার) সকাল ১০ঃ০০টা হতে ১১ঃ০০টা পর্যন্ত অনুচ্ছেদ নং ২-৯ এ বর্ণিত শর্তাধীনে নিম্নলিখিত কেন্দ্ৰসমূহে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদের কেন্দ্র তালিকা ২০২৩
২. প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র ব্যতীত যেকোনো কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে। কোনো ধরনের নিষিদ্ধ সামগ্রী নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
৪. শ্রুতিলেখক অথবা কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের সুপারিশসহ ১৮/১০/২০২৩ তারিখের মধ্যে পরিচালক(এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ বরাবর আবেদন করতে হবে।
৫. প্রার্থীদেরকে ঢাকা শহরের ট্রাফিক চলাচলের বিষয় বিবেচনাপূর্বক পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ প্রদান করা হলো। প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ০১ ঘন্টা পূর্বে প্রার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। সকাল ১০.০০টায় পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ হবে এবং এরপর কোনো অবস্থাতেই কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
৬. প্রার্থীকে ০৬ ডিজিটের পূর্ণাঙ্গ রোল নম্বর যথাযথভাবে মিলিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করার পরামর্শ প্রদান করা হলো।
৭. ইতঃপূর্বে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীগণ আগামী ১৮/১০/২০২৩ তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রয়োজনে ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পাবেন। নতুনভাবে কোনো প্রার্থীকে প্রবেশপত্র ইস্যু করা হবে না।
৮. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।