২,৪৭৮ পদের সমন্বিত ৮ ব্যাংকের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ। ৮টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০১৯ সাল ভিত্তিক ‘অফিসার” (Job ID-10126) এর ২৪৭৮টি শূন্য পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা । ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০১৯ সাল ভিত্তিক ‘অফিসার’ এর ২৪৭৮টি {সোনালী ব্যাংক পিএলসি (৭৫৮টি), জনতা ব্যাংক পিএলসি (১২১টি), রূপালী ব্যাংক লিঃ (৬৯টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ (০৩টি), আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক (৫৭টি) বাংলাদেশ কৃষি ব্যাংক ( ১৪৪০টি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (৩টি) ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (২৭টি)} শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের বিগত ২৩/০২/২০২১ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর- ৩৩/২০২১ এর প্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগ সংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক নির্বাচিত ২৪৭৮ (দুই হাজার চারশত আটাত্তর) জন প্রার্থীকে নিম্নোক্ত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানসমূহে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
সমন্বিত ৮ ব্যাংক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩