জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে ত্রৈমাসিক পর্যবেক্ষণ সভায় সেরা কয়রা উপজেলা

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ত্রৈমাসিক পর্যবেক্ষণ সভায় নির্বাচিত সেরা উপজেলা কয়রার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ রেজাউল করিম স্যারকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত সিভিল সার্জন খুলনা ডা সবিজুর রহমান স্যার।

 

1

 

উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ডা শেখ বাহারুল আলম , সাবেক টিবি এক্সপার্ট , খুলনা বিভাগ ডা আনোয়ারুল আজাদ, তত্ত্বাবধায়ক বক্ষব্যাধি হাসপাতাল,ডেপুটি সিভিল সার্জন ডা শেখ কামাল হোসেন, বিভাগীয় টিবি এক্সপার্ট ডা মেহেদী বিন জহর, বিভাগীয় মাইক্রোবায়োলজিস্ট মো মামুন হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এম ও সি এস ডা শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, উপজেলাসমূহের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন),যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী,এম টি ল্যাববৃন্দ।

 

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে ত্রৈমাসিক পর্যবেক্ষণ সভায় সেরা কয়রা উপজেলা

3

 

4

 

2

তথ্যঃ খুলনা সিভিল সার্জন এমওসিএস  ডা. ঊষা ম্যাম।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষে সহজ বিষয়ে “গণফেল” ক্ষুদ্ধ শিক্ষার্থীরা

২০১৯ সালের ১৫-১৬ সেশনের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের আর্তনাদ।     মাননীয় প্রধানমন্ত্রী বিনীত নিবেদন …