শিক্ষার্থীদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন নিয়ে আপডেট

শিক্ষার্থীদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন নিয়ে আপডেটঃ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড – ১৯ টিকার আওতায় আনার জন্য একটি ওয়েব লিংক চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ইউজিসি’র ওয়েবলিংকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী টিকার নিবন্ধন করতে পারবে।

 

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন নিবন্ধন করুন এখানে।

 

 

যারা রেজিস্ট্রেশন করবেনঃ
১. যাদের ন্যাশনাল আইডি আছে,কিন্তু বয়সের সময়সীমার জন্য সুরক্ষায় রেজিস্ট্রেশন করতে পারছে নাহ, তারাও রেজিস্ট্রেশন করে ইনফরমেশন দিবেন।
২. যাদের ন্যাশনাল আইডি নাই তারা জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর কিছু দিনের মধ্যে আপনার তথ্য সুরক্ষায় পাঠানো হবে। তখন আপনি সুরক্ষায় আবার আবেদন করতে পারবেন। আবেদনের পর আপনার মেসেজ আসলে টিকা দিয়ে আবার তথ্য Update Vaccine Info আপডেট করবেন।
৩. যাদের ন্যাশনাল আইডি আছে তারা সুরক্ষা ওয়েবসাইট(https://surokkha.gov.bd/enroll) নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় মনে রাখবেনঃ
১. ইমেইল অবশ্যই একটিভ এবং সঠিক ইমেইল দিতে হবে
২. যাদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাই তারা আগে চেঞ্জ করে নিয়ে আসবেন।
৩. রেজিস্ট্রেশনের সময় তথ্য ভুল হলে Update Information এ গিয়ে ফিক্স করে নিন ( https://univac.pntdns.com/update-vaccine-information )
৪. ২৭ সেপ্টেম্বরের আগেই এই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।

রেজিস্ট্রেশন প্রসেসঃ
১. প্রথমে https://univac.pntdns.com/register থেকে আইডি ক্রিয়েট করে নিন।
২. রেজিস্ট্রেশনের সময় ব্যক্তিগত ইমেইল ব্যবহার করতে পারেন।
৩. ‘Your email is already Registered’ এরকম কিছু আসলে এই ইমেইল দিয়ে প্রথমবার রেজিস্ট্রেশনের চেষ্টা করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে লগিন করুন, তারপরও সমস্যা হলে Forget Password বা অন্য ইমেইল ব্যবহার করুন।
৪. এই লিংক থেকে লগিন করতে পারবেন https://univac.pntdns.com/login

এরপর আপনার প্রয়োজন অনুযায়ী নিচের লিংক ব্যবহার করুনঃ

বার্থ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশনঃ
এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন- https://univac.pntdns.com/birth-certificate/enrollment

NID আছে, সুরক্ষায় রেজিস্ট্রেশন হয়নিঃ
এই লিংকে আপনার তথ্য দিয়ে রাখুন- https://univac.pntdns.com/nid/enrollmet
এরপর সুরক্ষায় রেজিস্ট্রেশন করুন।

টিকার এক বা দুই ডোজ দিয়েছিঃ
এই লিংকে আপনার টিকার তথ্য দিয়ে আপডেট রাখুন- https://univac.pntdns.com/update-vaccine-information

কিভাবে বুঝবো তথ্য আপডেট হয়েছেঃ
এই লিংকে গেলে যদি নাম, ভার্সিটির নাম দেখায় তাহলে তথ্য আপডেট হয়েছে- https://univac.pntdns.com/update-vaccine-information

আমার কিছু তথ্য ভুল হয়েছেঃ
এই লিংকে গিয়ে ঠিক করে নিন- https://univac.pntdns.com/update-vaccine-information

📌নোটঃ
১. উপরে দেওয়া লিংকগুলো সরাসরি কপি করে গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করলে সবচেয়ে ভালো কাজ করবে।
২. আপনার সব ডিটেইলস সাবমিট করার পর কোনো কনফার্মেশন মেসেজ বা ইমেইল আসবে না।
৩. এই পোস্ট দেখামাত্র দ্রুত রেজিস্ট্রেশন করবেন, যারা আগে রেজিস্ট্রেশন করবে তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষে সহজ বিষয়ে “গণফেল” ক্ষুদ্ধ শিক্ষার্থীরা

২০১৯ সালের ১৫-১৬ সেশনের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের আর্তনাদ।     মাননীয় প্রধানমন্ত্রী বিনীত নিবেদন …