জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী যাদের ১৮ বা ১৮ বছরের বেশি এবং যাদের NID নেই এমন শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সংক্রান্ত তথ্যাদি আগামী ০৩ (তিন) কর্মদিবসের (২১/০৯/২০২১ তারিখ) মধ্যে http://103.113.200.28/student_covidinfo/ লিংকে প্রবেশ করে জন্ম নিবন্ধন নম্বর (জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে) তথ্য দেয়ার জন্য বলা হলো।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাক্সিন নিবন্ধনের নির্দেশ
এ সনদ প্রাপ্তিসাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে কোভিড-১৯ ভ্যাক্সিন পেতে পারে সে লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়রত শিক্ষার্থী এবং কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহণ বাধ্যতামূলক। যাঁরা এখনো কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহণ করেননি তাঁরা আগামী ২৭শে সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে সুরক্ষা এ্যাপে নিবন্ধন করে কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহণ করবেন। ইতোমধ্যে যাঁরা ভ্যাক্সিন-এর ১ম/২য় ডোজ গ্রহণ করেছেন তাঁদের তথ্য নিম্নস্বাক্ষরকারীর ই-মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি শ্রেণী শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্যে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীর নিজ দায়িত্বে সুরক্ষা এ্যাপে নিবন্ধিত হয়ে কোভিড-১৯ এর ভ্যাক্সিন নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।